বদলি চাওয়া শিক্ষিকাকে হুমকি, বিপাকে স্কুল কমিটি

0 0
Read Time:2 Minute, 30 Second

নিউজডেস্ক চেয়ে এবার হুমকির মুখে বাংলা শিক্ষিকা। অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে। এই নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে গেছেন ওই শিক্ষিকা। তাই হাইকোর্ট ওই স্কুলের ম্যানেজিং কমিটির ওই সদস্যকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে। হাইকোর্ট বিচারপতি জানান,” আগামী ১০ বছর কোনও ম্যানেজিং কমিটিতে থাকতে পারবেন না ওই সদস্য। এমনকি ওই সময় পর্যন্ত যে কোনও সামাজিক বিষয়ক কমিটিতেও তিনি অংশ নিতে পারবেন না।”

ওই শিক্ষিকা কসবার বাসিন্দা। নাম মৃদুলা বায়েন। তিনি সুন্দরবনের একটি স্কুলের শিক্ষিকা। তাঁর দাবি, এখনকার বাসস্থান থেকে কর্মস্থলের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তাই প্রায় পাঁচ বছর ধরে বদলি চেয়ে আসছিলেন তিনি। কিন্তু এতদিন ধরে বদলি চেয়ে আসার পরেও তাতে কোনও কাজ হয়নি। অবশেষে মৃদুলা এই বিষয়ে উচ্চ আদালতে আসার কথা জানান স্কুল কর্তৃপক্ষকে। এছাড়াও তার অভিযোগ, ‘ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সামসুদ আখান তাঁকে হুমকি দেন। স্কুলের হোয়াটসঅ্যাপ গ্ৰুপে হুমকি দিয়ে বলেন, যদি কোর্টে যাওয়া হয়, তবে ভালো করে আমার চিকিৎসা করবেন। অনেকের চিকিৎসা এ ভাবেই করা হয়”।

এরপরই হাইকোর্টে সামসুদ নামে ব্যক্তিটি সব স্বীকার করেন। যে তিনি ওই কথা বলেছিলেন। তিনি তার ভুলও স্বীকার করেন। এরপর বিচারপতি তাকে প্রশ্ন করেন, “আপনি কি করেন?” উত্তরে ওই ব্যক্তি বলেন, “আমি স্নাতক পাশ। এখনও চাকরি পাইনি। চেষ্টা করছি।” তারপর ফের বিচারপতি বলেন, “এখন আপনার চিকিৎসা হয়ে গিয়েছে। চলে যান। আর কোনও দিন অন্যের চিকিৎসা করার চেষ্টা করবেন না। তা হলে আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!