ত্রিপুরা রাজ্যে আজ থেকে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সের কোভিড টিকাকরণ।

0 0
Read Time:2 Minute, 0 Second

নিউজ ডেস্ক ত্রিপুরাতে শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কভিড টিকাকরণ।১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কোরবিভ্যাক্স টিকা দেওয়া হবে। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডা: সিদ্ধার্থ শিব জওসয়াল। সাংবাদিক সম্মেলনে তিনি জানান,২০২১ সালের ১৬ জানুয়ারি ত্রিপুরা সহ দেশব্যাপী কোভিড- ১৯ টিকাকরণ কর্মসূচির সূচনা হয়। প্রথম পর্যায়ে এই টিকাকরণ কর্মসূচিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কর্মীদের টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কর্মসূচিতে প্রথমসারির কর্মীদের এবং পরবর্তীতে গত ১ মার্চ ২০২১ থেকে ৪৫ ঊর্ধ্বে সকল নাগরিকদের এবং ১ মে, ২০২১ থেকে গোটা দেশে ১৮ থেকে ৪৪ বছর বয়স পর্যন্ত নাগরিকদের কোভিড-১৯ টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।৩রা জানুয়ারি,২০২২ থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছেলে -মেয়েদের কোভিড টিকাকরণ শুরু হয় এবং ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী সহ বিভিন্ন রোগে আক্রান্ত ষাটোর্ধ্ব নাগরিকদের ও চিকিৎসকদের পরামর্শ মতে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ শুরু হয়েছে।আজ থেকে গোটা রাজ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে-মেয়েদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে।ভিও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!