‘শুভেন্দুবাবুকে বলব বাবা-ভাইকে বলুন সাংসদ পদ ছাড়তে’ মন্তব্য বাবুলের

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক বেশকিছু দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমলে এসেছে বাবুল সুপ্রিয়। এবার বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে তিনি শুভেন্দু অধিকারীকে বলেন, “বাবা-ভাই অন্য দলে থেকেই তৃণমূলের সাংসদ পদ আকড়ে রেখেছেন। আগে ওদের বলুন তা ছাড়তে। তারপর আমার সম্পর্কে খারাপ কথা বলবেন।” এদিন বালিগঞ্জের মে ফেয়ার রোডের কর্মীসভায় এভাবেই বিরোধী দলকে বললেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। 

এছাড়াও এদিন বাবুল বলেন, “দলের সঙ্গে মতান্তরই শেষ কথা নয়, এমপি পদটাও ছেড়ে দিয়েছিলাম। কারণ যে দলের সঙ্গে মতভেদ সেই দলের হয়ে যে পদ জিতেছি তা ধরে রাখব কেন। সেখান থেকে টাকা নেব কেন। এই সাহসটা আমি দেখাতে পেরেছিলাম। ওই দল থেকে এখন এখন অনেক মন্তব্য ভেসে আসছে। কিন্তু শুভেন্দুবাবুদের পয়সার অভাব আছে বলে আমার মনে হয় না। তাঁর বাবা ও ভাই অন্য পার্টিতে চলে গিয়েও এমপি পদটা ধরে রেখেছেন। ওই মাইনেটা না নিলেও ওদের কোনও সমস্যা হবে না। তাদের ওই পদ ছাড়তে বলুন।”

বালিগঞ্জে তাঁর প্রাথী হওয়া নিয়ে বাবুল বলেন, ‘সুব্রত মুখোপাধ্যায় যেখানে দাঁড়তেন সেখানে আমাকে লড়াই করতে দিয়েছেন দিদি। এতে আমি খুশি।’
এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘হাতে পায়ে ধরে মন্ত্রী হতে চাইছেন বাবুল। ওঁকে জিজ্ঞাসা করতে চাই সবতো টুপি পরলেন। লুঙ্গিটা কবে পরবেন? নৈতিক দিক থেকে উনি হেরে গিয়েছেন। এখান হাতে পায়ে ধরে মন্ত্রী হওয়ার তালে রয়েছেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!