কেষ্টা ফরমুলা, মমতাকে চালাচ্ছে অনুব্রতরা

0 0
Read Time:2 Minute, 27 Second

নিউজ ডেস্ক “আগে মমতা চালাতেন ওদের। এখন ওরা চালাচ্ছেন মমতাকে।” অনুব্রত মণ্ডলের পরামর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন তিনি বলেন, “আগে তিনি অনুব্রত মণ্ডলকে কন্ট্রোল করতেন। এখন অনুব্রত ওঁকে কন্ট্রোল করে। গুন্ডাদের দ্বারা নিয়ন্ত্রিত তিনি। কারণ হাজার হাজার কোটি টাকার তোলাবাজি।”

প্রসঙ্গত উল্লেখ্য, আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীকে। পুলিশকে বগটুই কেসটা ভালোভাসে সাজাতে নির্দেশ দিয়েছিলেন। তখনই পাশ থেকে সূঁচপুর কেসটার প্রসঙ্গ তুলে ধরেন অনুব্রত। তখন কেষ্টর কথার রেশ ধরেই মুখ্যমন্ত্রী বলেন, “সূঁচপুরে যেমন হয়েছিল, লোকটা এখনও জেলে রয়েছে। সূঁচপুরের কেসটা দেখে নিন।”

এছাড়াও সেলিম বলেন, “ওরা বলছে, ভাদু শেখ মরে গিয়েছে, বেশিরভাগটা আমাদের দিতে হবে। লড়াইটা তা নিয়ে। আর ও বুঝেছেন ভাদু শেখ যদি মরে যায়, তাহলে আনারুলের আর দাম নেই। কারণ ভাঙড়ের সময়ে বলেছিল না, ওরা হচ্ছে আমাদের দলের সম্পদ। যে সকাল পর্যন্ত দলের সম্পদ ছিল, সে আপদ হল কী করে? যাদের বাড়ির লোক মরেছে, তারা বলেছে, যদি ওখানে আনারুল থাকে, তাহলে আমরা থাকব না। “

বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে খাপ পঞ্চায়েত বলেই কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “যেখানে হাইকোর্ট বলছে, প্রশাসনকে হস্তক্ষেপ করতে। কেস ডায়েরি দিতে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কেস সাজাতে বলছেন। তিনি বলছেন, আনারুল খারাপ কারণ পুলিশ পাঠায়নি। প্রথমে তো এসপিটাকে কান ধরে বার করা উচিত। ব্লক প্রেসিডেন্ট সব ঠিক করছেন, পুলিশকে নিয়ন্ত্রণ করেছেন।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!