কয়লার ঘাটতি, যেকোনো সময় বিদ্যুত্‍ পরিষেবা বন্ধ হতে পারে

0 0
Read Time:2 Minute, 15 Second

নিউজ ডেস্ক তাপপ্রবাহের সতর্কতা জারি দেশের একাধিক রাজ্যে। গরমে গোটা দেশে ভয়ংকর রূপ নেওয়ার পথে বিদ্যুত্‍ সংকট। ইতিমধ্যেই কয়লার ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র সহ দশটি রাজ্যে।

গ্রীষ্মকাল শুরুতেই দেশের বিদ্যুত্‍কেন্দ্রগুলিতে মজুত কয়লার পরিমান গত ৯ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। করোনা লকডাউনের পর শিল্প-কারখানার কাজকর্ম স্বাভাবিক হওয়ার কারণে বিদ্যুত্‍ খরচ বেড়েছে কল কারখানাতেও।বহু বছর পর এহেন বিদ্যুত্‍ সংকটের মুখোমুখি দেশের অন্যতম প্রধান শিল্পনগরী মুম্বাই। এখানে চাহিদার তুলনায় বিদ্যুত্‍ সরবরাহ ইতিমধ্যেই ২৫০০ মেগাওয়াট কম।

এবছর মহারাষ্ট্র রাজ্যে ২৮০০০ মেগা ওয়াটের রেকর্ড চাহিদা রয়েছে, যা আগের বছরের তুলনায় ৪০০০ মেগাওয়াট বেশি। সরকারি তথ্য অনুযায়ী, ঝাড়খণ্ড, বিহার, হরিয়ানা এবং উত্তরাখণ্ডেও চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ ৩% কম। উত্তরপ্রদেশেও ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে । সেখানে বিদ্যুতের চাহিদা ২১-২২ হাজার মেগাওয়াট। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১৯ থেকে ২০ হাজার মেগা ওয়াট। ফলে সেখানেও কার্যতই ভুগতে হচ্ছে মানুষকে।

এই ঘাটতিও চাহিদা আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ জায়গাতেই রেকর্ড ভাঙবে তাপমাত্রা। ইতিমধ্যেই একাধিক জায়গায় চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফলে বিদ্যুতের চাহিদা বাড়তে বাধ্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!