কি CPM-র সঙ্গে সম্পর্কচ্ছেদ অনিল কন্যার?

0 0
Read Time:2 Minute, 3 Second

নিউজ ডেস্ক জাগো বাংলা’য় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে সমালোচনার মুখে পড়েছিলেন। এমনকি দলের এরিয়া কমিটি থেকে সাসপেন্ডও করা হয়েছিল। এবার কি তাহলে CPM ছাড়লেন অনিলকন্যা অজন্তা বিশ্বাস? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।

গত বছর ‘জাগো বাংলা’ অজন্তা বিশ্বাসের উত্তর সম্পাদকীয় আলোড়ন ফেলেছিল রাজ্য রাজনীতিতে। প্রবন্ধের নাম, ‘রাজ্য রাজনীতিতে নারীশক্তি’। খোদ সিপিএমের প্রয়াত প্রাক্তন রাজ্য সম্পাদকের মেয়ে লিখেছিলেন, ‘কঠিন লড়াইয়ে বারবার জয়ী হয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অগ্নিকন্যা, দিদি এবং ঘরের মেয়ে অভিধাও অর্জন করেছেন। কলকাতার হাজরা অঞ্চলের নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী সাধারণ মেয়ে আজ টাইম ম্যাগাজিনে মনোনীত ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে অন্যতম হিসাবে’। শুধু তাই নয়,  ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনকে ‘গণবিক্ষোভ’ হিসেবেও উল্লেখ করেছিলেন অজন্তা।

উল্লেখ্য, এর আগে দলের এরিয়া কমিটির সদস্য ছিলেন অজন্তা। প্রশ্ন ওঠে, পার্টি সদস্য হয়ে কি অনুশাসন ভাঙা যায়? শেষপর্যন্ত অনিল তনয়াকে শোকজ করার সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব। শোকজ জবাবে নিজের ‘লেখা’য় তিনি অনড় থাকেন বলে সূত্রের খবর। এরপর যে এরিয়া কমিটির সদস্য ছিলেন, সেই কমিটি তিনমাসের জন্য সাসপেন্ড করা হয় অজন্তা বিশ্বাসকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!