আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্ক এপ্রিল মাসের শেষ সপ্তাহে আকাশে দেখতে পাওয়া যাবে এক বিরল দৃশ্য। মহাজাগতিক এই বিরল দৃশ্য দেখতে হলে কোন দূষণ মুক্ত এলাকা থেকে দেখতে হবে, এই দৃশ্য খালি চোখে দেখতে পাওয়া যাবে প্রায় এক হাজার বছর পর এরূপ বিরল ঘটনা ঘটবে।

শনি, বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র গ্রহকে একটি লাইন বরাবর অবস্থান করছে এই দৃশ্য খালি চোখেই দেখা যাবে। এই দৃশ্য দেখার জন্য টেলিস্কোপের প্রয়োজন নেই । স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শনি ,বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র এক রেখায় আসা মানে কিন্তু এক অপরের খুব কাছাকাছি অবস্থান করবে এমনটা নয় তবে এই গ্রহগুলি মহাকাশের বিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। যখন একটি সরল রেখায় থাকবে তখনই পৃথিবীবাসীর দেখার সুযোগ হবে। সূর্যাস্তের ঠিক ৩০ মিনিট পর হয়ত এই দৃশ্য দেখা যাবে এছাড়াও যদি কারো দেখতে কোন সমস্যা হয় তাহলে ব্যবহার করতে পারবেন স্মার্টফোনে স্টার ট্রেকার নামক একটি অ্যাপ।

শনি হল সৌরজগতের ষষ্ঠ গ্রহ এবং সৌরজগতে বৃহস্পতির পরেই এই গ্রহটি হল বৃহত্তম গ্রহ। এর রিং সিস্টেম সৌরজগতে বেশি আকর্ষণীয় সৌরজগতের বৃহত্তম গ্রহ হল বৃহস্পতি, ভারতবাসী এই গ্রহকে গুরু বলেন। অপরদিকে মঙ্গল গ্রহ পৃথিবীর সবথেকে কাছে রয়েছে। সৌরজগতের সূর্যের কাছে থাকা গ্রহ গুলির মধ্যে অন্যতম হলো শুক্র। ড. শুভেন্দু পট্টনায়কের দেওয়া আগাম তথ্য অনুযায়ী যদি সত্যিই পৃথিবী থেকে এই গ্রহগুলিকে একটি সরল রেখায় দেখা যায় তাহলে বিষয়টি হবে হবে অভিমান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!