বন্ধ নেই গরু পাচার

0 0
Read Time:2 Minute, 17 Second

নিউজ ডেস্ক ৯টি গরু সহ একটি বোলেরো গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করল ত্রিপুরা পানিসাগর থানার পুলিশ। অবশেষে কিছুটা নড়েচড়ে বসলো পানিসাগর থানা। দীর্ঘদিন ধরে পানিসাগর থানার বিরুদ্ধে একের পর এক গরু পাচার চক্রের সাথে কারচুপির খবর প্রকাশিত হওয়ার পর সকালে পানিসাগর থানা সক্রিয়তা দেখাতে শুরু করল।

জানা যায়, সকালে পানিসাগর থানার সামনে রুটিন তল্লাশিতে থানার এএসআই হিরেন দেববর্মা TR- 05-1783 নম্বরের একটি বলেরো পিকআপ গাড়িকে আটক করে। তার মধ্যে নয়টি গরু ছিল। গাড়িটিকে থানায় নিয়ে গেলে গরুর কাগজপত্র ঠিক থাকলেও,এগুলোর পরিবহনের জন্য কোন প্রকৃত কাগজপত্র ছিল না। তাই চালক সঞ্জয় নাথকে আটক করা হয়। তার বাড়ি পানিসাগর থানাধীন রামনগরের তিন নম্বর ওয়ার্ডে। সে জানায়, গরুগুলি কদমতলা থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এগুলি ফটিকরায়ে আসাদ মিয়ার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির মালিক গোপাল নাথ। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই ধরনের আরো কয়েকটি গাড়ি গরু পাচারের সাথে যুক্ত রয়েছে এবং এগুলি কদমতলা থেকে ফটিকরায়ে আসাদ মিয়ার কাছে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, যে গাড়ি চালককে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদে করে এই গরু পাচার চক্রের সাথে আরও কারা কারা এই কাজে যুক্ত সব বেরিয়ে আসবে। বিএসএফ এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশের সক্রিয়তা যেমন করে বৃদ্ধি পেয়েছে তা বজায় থাকলে গরু পাচারকারীরা প্রশ্রয় পাবে না বলে বিশেষ একটা মহলের ধারণা।ভিও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!