বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের কার্যালয়ে পুলিশি তল্লাশি কেন?

0 0
Read Time:2 Minute, 23 Second

নিউজ ডেস্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের কার্যালয়ে পুলিশি তল্লাশি কেন? তা জানতে চেয়ে আগেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। আজই সেই রিপোর্ট পেশ হওয়ার কথা।

প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী তাঁর প্রশ্ন, ওয়ারেন্ট ছাড়া কীভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি চালাল পুলিশ? বৃহস্পতিবার এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

গত রবিবার সন্ধে নাগাদ নন্দীগ্রামে শুভেন্দুর কার্যালয় পুলিশ তল্লাশি চালায়। সঙ্গে ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিকরা। সেসময় কার্যালয়ে ছিলেন না বিরোধী দলনেতা। খবর পেয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েন। টুইটে অভিযোগ তোলেন, আগাম নোটিস, ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই উল্লেখ করেছেন নেতা।

এরপর ওইদিন রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড় এই বিষয়ে হস্তক্ষেপ করেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশ কর্মী নিয়ে এক অফিসার কার্যালয়ে গিয়েছেন। ওই টুইটেই রাজ্যপাল জানিয়েছেন, শুভেন্দু তাঁকে পুলিশি হামলার অভিযোগ যা জানিয়েছেন। সেই ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।

মঙ্গলবার শুভেন্দু অধিকারী নিজে এ নিয়ে মামলা দায়েরের জন্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন জানান। তিনি আবেদন মঞ্জুর করেন। দায়ের হয় মামলা। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!