থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে থেকে বিদায় সিন্ধুর

0 0
Read Time:2 Minute, 5 Second

নিউজ ডেস্ক দুই বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর সময়টা মোটেই ভালো যাচ্ছে না। এ বারের মতো থাইল্যান্ড ওপেন যাত্রা শেষ। চিনা তারকা শাটলার চেন ইউ ফেইয়ের কাছে টুর্নামেন্টের সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভারতের সিন্ধু। বিশ্বের চার নম্বর শাটলার চেন ইউয়ের কাছে ১৭-২১, ১৬-২১ ব্যবধানে হারেন বিশ্বের সাত নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার সিন্ধু। ৪৩ মিনিটের লড়াইয়ে সিন্ধুকে ঘুরে দাঁড়াতেই দেননি চেন ইউ।

সেমিফাইনালের লড়াইয়ের প্রথম গেমে একটা সময় স্কোরলাইন ছিল ৩-৩। তবে ধীরে ধীরে স্কোর বাড়াতে থাকেন চেন। প্রথম গেমে হায়দরাবাদের সিন্ধু একটা সময় ১৫-১৭ তে নিয়ে যান স্কোর। তবে শেষ অবধি ২১-১৭ পয়েন্টে জেতেন চেন। দ্বিতীয় গেমে ফিরে আসার চেষ্টা করেন সিন্ধু। তবে দ্বিতীয় গেমেও ২১-১৬ ব্যবধানে সিন্ধুকে হারিয়ে শেষ হাসি হেসে ফাইনালে ওঠেন চেন।

এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানি তারকা শাটলার আকানে ইয়ামাগুচিকে ২১-১৫, ২০-২২, ২১-১৩ ব্যবধানে হারিয়ে থাইল্যান্ড ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু। কিন্তু চেনের কাছে হেরে থাইল্যান্ড ওপেন সফর শেষ হল সিন্ধুর। এর আগে ২০১৯ সালের বিডব্লিউএফ টুর ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন ও সিন্ধু। সে বারও সিন্ধুকে হারিয়েছিলেন চেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!