অলিম্পিক নিয়ে নয়া দিশা দেখালেন নিতা আম্বানি

0 0
Read Time:2 Minute, 45 Second

নিউজ ডেস্ক ভারতবর্ষের প্রথম অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রামের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ওড়িশায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানি। আজ অর্থাৎ মঙ্গলবার ওড়িশায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) উদ্যোগে অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রামের (ওভিইপি) উদ্বোধন করা হল। সেখানেই তিনি শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়ে সত্যিকারের অলিম্পিসম-এর কথা উল্লেখ করলেন। এই প্রোগ্রামের লক্ষ্য হল, কমবয়সের ছেলে-মেয়েদের মধ্যে অলিম্পিকের মূল্যবোধ, উৎকর্ষ, সম্মান ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। শিশুদের মধ্যে একজন দায়িত্ববান নাগরিক হওয়ার সমস্ত রসদ তৈরি করে দেওয়াই এই প্রোগ্রামের লক্ষ্য।

নীতা আম্বানির নেতৃত্বে একটি দল ভারতে এই বছরের অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেতে এর আগে পাড়ি দিয়েছিল, সেখানেই কার্যত সর্বসম্মতিক্রমে ভারতের নাম নির্বাচিত হয়, প্রায় ৪০ বছর পরে। ভারতের ক্রীড়ার ইতিহাসে এ এক নতুন অধ্যায়। এই আয়োজন ভারতের যুব সমাজের মধ্যে অলিম্পিক সম্পর্কে আরও উচ্চাকাঙ্খা তৈরি করবে, ভারতের ক্রীড়া বাস্তুতন্ত্রকে আরও শক্তিশালী করবে পাশাপাশি কমবয়সীদের ক্রীড়া নৈপুন্য বৃদ্ধিতে সহায়তা করবে।

এদিন নীতা আম্বানি বলেছেন “ভারতের এক বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের দেশের স্কুলে পড়ছে ২৫০ মিলিয়নের বেশি পড়ুয়া। তাঁদের প্রতিভা নজরে পড়ার মতো। তাঁরা আগামীর চ্যাম্পিয়ন, আমাদের দেশের ভবিষ্যৎ। হয়ত এই শিশুদের মধ্যে খুব কম সংখ্যায় পড়ুয়ারাই অলিম্পিকে অংশ নেবে, কিন্তু এদের সকলের মধ্যেই অলিম্পিকের আদর্শ পৌঁছে যাওয়া প্রয়োজন। এটাই এডুকেশন প্রোগ্রামের লক্ষ্য। তাই ভারতের কাছে এটি অনেক বড় একটি সুযোগ। আমরা পরের বছর, অর্থাৎ ২০২৩ সালে মুম্বইয়ে এটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছি।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!