পাবলিক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে বিজেপিদের ডাকা হয়নি

0 0
Read Time:3 Minute, 14 Second

নিউজ ডেস্ক সমস্ত জেলায় উন্নয়নমূলক কাজের পরিস্থিতি খতিয়ে দেখতে সফর শুরু করেছে পাবলিক ওয়ার্কস এবং পাবলিক হেলথ্ ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডিং কমিটি। কিন্তু সেই বৈঠকে বিজেপি বিধায়কদের ডাকা হয়নি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজের ক্ষোভের কথা জানিয়ে একাধিক টুইট করেন শুভেন্দু। আগামী ৬ জুন আদালতে যাবেন বলে হুঁশিয়ারিও দেন্

টুইটারে শুভেন্দুর দাবি, ‘মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় দিঘার ডিএসডিএ স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজিত হয়েছে। বৈঠকের উদ্দেশ্য, বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজকর্মের পর্যবেক্ষণ ও তদারকি করা। যেখানে জেলার সমস্ত বিধায়ককে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেন পিডব্লিউডি’র জয়েন্ট ডিরেক্টর। কিন্তু বৈঠকে শুধু তৃণমূল বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হয়েছে।’

পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনের মধ্যে নন্দীগ্রাম, হলদিয়া, ময়না, ভগবানপুর, খেজুরি, উত্তর কাঁথি এবং দক্ষিণ কাঁথি, মোট ৭টি বিধানসভায় বিজেপির বিধায়ক। অভিযোগ, মঙ্গলবারের বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু-সহ গেরুয়া দলের কোনও বিধায়কদের হয় নি । টুইটারে শুভেন্দুর অভিযোগ, পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে কাঠগড়ায় তুলে টুইটারে শুভেন্দুর অভিযোগ, ‘পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজির নির্দেশে অতিরিক্ত জেলাশাসক কেবলমাত্র তৃণমূলের বিধায়কদেরই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। এর বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের বিজেপি বিধায়কেরা ইতিমধ্যে রাজ্যপাল ও বিধানসভার সেক্রেটারির কাছে অভিযোগ জানিয়েছেন। সেই সঙ্গে আগামী ৬ জুনের পর পার্টি ক্যাডার জেলাশাসকের বিরুদ্ধে আইনী লড়াই শুরু করা হবে।’

আরো একটি টুইটে শুভেন্দু লেখেন, ‘এই ঘটনায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে রাজ্য সরকারের বৈষম্যমূলক মনোভাবেরই প্রকাশ হয়।’ তাঁর আরও সংযুক্তি, ‘হয়তো তারা উন্নয়নমূলক কাজে সরকারি তহবিলের অপব্যবহারের মতো কিছু লুকোচ্ছে। যা বিরোধী বিধায়করা থাকলে হয়তো প্রকাশ্যে চলে আসত।’ যদিও এ নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!