আচার্য্য বিতর্কে এবার সরব খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়

0 0
Read Time:2 Minute, 6 Second

নিউজ ডেস্ক আচার্য্য বিতর্কে এবার সরব খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। তদন্ত কমিটি গঠন করে পদক্ষেপ করার কথা জানালেন রাজ্যপাল। রবিবার উত্তরবঙ্গ সফরে আসেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকড়। রবিবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে আসেন রাজ্যপাল । সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দেন রাজ্যপাল। আচার্য থেকে এসএসসি নিয়োগ সব বিষয়ে রাজ্য সরকারকে একহাত নেন রাজ্যপাল।
এদিন রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি চিন্তাজনক ও উদবিগ্নের।

আমি খুবই চিন্তিত। ২৫ জন উপাচার্য নিয়মবহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। আচার্যের কোন অনুমতি নেওয়া হয়নি। আর নিকৃষ্ট প্রতিভাকে পৃষ্ঠপোষকতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতির মাধ্যমে তুলে আনা হচ্ছে। আর কে আচার্য হবে বা রাজ্যপালের ক্ষমতা হ্রাস করা হবে তা নিয়ে আমি তখনই বলতে পারবো যখন আমার সামনে সেই বিষয়ে কোন নথি আসবে। ২০২১ সালের ডিসেম্বরেও একই বিষয় উত্থাপিত হয়েছিল। এগুলো সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থায় দূর্নীতির বিষয় থেকে বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র। এই দূর্নীতি হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করেছে। এই দূর্নীতি সমস্ত দূর্নীতিকে ছাপিয়ে গিয়েছে। প্রতিটা দিন দূর্নীতির বেলুন বেড়ে চলেছে । এদিন তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!