নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী

0 0
Read Time:4 Minute, 31 Second

নিউজ ডেস্ক মাত্র দুদিনের জন্য এসেছিলেন লাইভ কনসার্ট করতে। সেই মতোই ৩০ এবং ৩১ তারিখ নজরুল মঞ্চে ছিল তার প্রোগ্রাম। গতকাল সন্ধ্যে ৬.৪৫ নাগাদ গুরুদাস মহাবিদ্যালয় এর একটি গানের অনুষ্ঠানে যোগদান করেছিলেন কে কে।

এরপর গ্রান্ড হোটেলের উদ্দেশ্যে যাত্রা করেন। তারপর তিনি নাকি হোটেলের সিঁড়ি থেকে পরে গিয়ে অজ্ঞান হয়ে যান তড়িঘড়ি CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিত্‍ সারও সুযোগ দেন নি কেকে। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর। এক লহমায় যেন সবটা শেষ। । কেকে-র চলে যাওয়ায় নেটনাগরিকদের রোষের মুখে পড়েছেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচী ।

কারণ, গতকালই মুম্বাই শিল্পী কেকে-কে নিয়ে বাঙালিদের মাতামাতি মেনে নিতে না পেরে ফেসবুক লাইভে এসে রূপঙ্কর প্রশ্ন তুলেছিলেন, ‘who is k.k? একই সাথে বলেছিলেন, কে কে দারুন গায়ক, এতে কোনও সন্দেহ নেই। তবে তার ভিডিও দেখে এতো উত্তেজনা কীসের? সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও আমার রয়েছে, সোমলতা, ইমন, রাঘব, মনোময়, উজ্জ্বয়িনী, ক্যাকটাস, রূপম আরও অনেকের থাকে। তবে আমাদের নিয়ে সেই উত্তেজনা বোধ করেন না কেন? কেকে-র গান শুনে যা বুঝলাম তার থেকে আমরা সকলেই বেশি ভালো গান গাই। তারপরেও কেকে কিংবা মুম্বাইকে নিয়ে এতো উত্তেজনার কারণ কী?’
এখানেই শেষ নয়। বাংলা ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে যারা অন্য ভাষার গান তথা শিল্পীকে নিয়ে যারা মাতামাতি করছেন তাঁদের উদ্দেশ্যে রূপঙ্কর বলেছেন, ‘দক্ষিণ ভারতকে দেখুন, পাঞ্জাবকে দেখে শিখুন, ওড়িশাকে দেখুন। বাঙালি হন। বাঙালি হন প্লিজ!’

এদিন রূপঙ্করের করা লাইভয়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রয়াত শিল্পীর দুঃসংবাদ! ব্যাস তাতেই রোষের মুখে পড়েন বাগচী। তাঁর উপর ক্ষোভে ফেটে পড়েছেন টলিপাড়ার শিল্পী থেকে পরিচালকরা। অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লিখেছেন, ‘শেম অন ইউ রূপঙ্কর বাগচী, আপনি নিজের মনের সংকীর্ণতাকে সরান তারপক কেকে এর সঙ্গে তুলনা টানবেন নিজের,আপনার জাতীয় পুরস্কার পাওয়াটাই কাল, আগে বড় মনের মানুষ হন বাংলার শিল্পী হিসেবে কতটা ছোট মনের পরিচয় দিলেন, আগে বড় মনের মানুষ হোন, আপনাকে ধিক্কার! কেকে তাঁর গায়কী দিয়ে আমাদের মন জয় করেছেন । এভাবে তাঁকে ছোট করার অধিকার কেউ দেয়নি আপনাকে।’

অভিনেতা সায়ক চক্রবর্তী রূপঙ্করের উদ্দেশ্যে লিখেছেন, ‘আমি এতদিন আপনাকে রেসপেক্ট করতাম। কিন্তু আর না। এছাড়াও বলেছেন, নিজে একবার ভেবে দেখুন কেকে-র সাথে সত্যিই আপনার তুলনা হয় কিনা। হিংসা ভুলে এবার ভালো কাজ করার পরামর্শ দিয়েছেন তাঁকে। একই সাথে ভালো মানুষ হতেও বলেছেন সায়ক।’অন্যদিকে আবার রূপঙ্কর কে ব্যান করার ডাক দিয়েছেন অরিন্দম ভট্টাচাৰ্যও।

অন্যদিকে আবার রূপঙ্কর কে ব্যান করার ডাক দিয়েছেন অরিন্দম ভট্টাচাৰ্যও। এছাড়াও চন্দ্রিকা দেশাই নামক এক নেটনাগরিক রূপঙ্করকে কটাক্ষ করে লিখেছেন, ‘বহুত frustrated আপনি, ওই তো জিভ বের করে গান করেন।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!