সিবিআই দপ্তরে এসে তদন্তকারীদের মুখোমুখি ববিতা

0 0
Read Time:2 Minute, 50 Second

নিউজ ডেস্ক সিবিআই দপ্তরে এসে তদন্তকারীদের মুখোমুখি হলেন স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি মামলার আবেদনকারী ববিতা ববিতাকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। তাঁর বয়ান রেকর্ড করা হয় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে বেআইনিভাবে চাকরিতে নিয়োগের অভিযোগ এসেছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশে স্কুল শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হয় অঙ্কিতাকে। দুই কিস্তিতে ৪১ মাসের বেতন ফেরতেরও নির্দেশ দেয় আদালত।

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। ২০১৭ সালের ২ মে সেই পরীক্ষার ফল বেরোয়। কিন্তু এসএসসির প্রথম তালিকায় অঙ্কিতা অধিকারীর নামই ছিল না। ২০ নম্বরে নাম ছিল ববিতার। এরপর নতুন করে মেধাতালিকা প্রকাশ করা হয় এসএসসির তরফে, তাতে ববিতার নাম তালিকার ২১ নম্বরে দেখা যায়।

সূত্রের খবর, সিবিআইয়ের কাছে বয়ান দিতে গিয়ে ববিতা জানিয়েছেন, সে নেমে গেলেন কী ভাবে? ঠান্ডা মাথায় ফের তালিকা পর্যবেক্ষণ করেন তিনি। তখনই লক্ষ্য করেন, এক নম্বরে রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম। আগে যে নাম প্রথম ২০র মধ্যেই ছিল না। সে নাম কী করে প্রথমেই এল। সেই থেকে সত্য উন্মোচনের চেষ্টা করতে থাকে। ববিতা জানিয়েছেন, ধরনামঞ্চের সদস্যদের কাছে যান সবার আগে। সকলকে নিজের র‍্যাঙ্কিং কার্ডও দেখান। লড়াই ছাড়েননি তিনি। সংসার, দুই সন্তান সামলে আইন-আদালতের পাশাপাশি, আন্দোলনেও নিয়মিত যান। দীর্ঘ পাঁচ বছর ধরে চালিয়ে যাচ্ছেন অধিকার আদায়ের লড়াইয়ের দাবি।

অঙ্কিতার বাবা পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক থেকে এখন তৃণমূলে এসে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। কয়েকবার দফায় দফায় সিবিআই-এর সামনে হাজিরা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত অঙ্কিতাকে ডাকা হয়নি। এদিকে তদন্তে নানা রহস্য উন্মোচন হয়েছে এসএসসি ঘিরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!