সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও আট ধাপ নেমে ১৫০-এ ভারত

0 0
Read Time:2 Minute, 11 Second

নিউজ ডেস্ক সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্ব সূচকে আরও পতন ভারতের। পিছিয়ে পড়তে পড়তে গত বছর ১৪২তম স্থানে জায়গা হয়েছিল। এ বছর আরও আট ধাপ নেমে ১৮০ দেশের মধ্যে ১৫০তম স্থানে ঠাঁই হল ভারতের। শুধু ভারতই নয়, একমাত্র নেপাল ছাড়া প্রতিবেশি দেশগুলিও এক এক করে অনেকটাই নেমে গিয়েছে। পাকিস্তান ১৫৭তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ১৪৬তম এবং মায়ানমার রয়েছে ১৭৬তম স্থানে। বাংলাদেশ ১৬২তম স্থানে জায়গা পেয়েছে।

এই তালিকায় নেপালের উত্থান গুরুত্বপূর্ণ। গত বছর ১০৬তম স্থানে ছিল তারা। এ বার ৩০ ধাপ এগিয়ে ৭৬-এ পৌঁছে গিয়েছে। গত বছর তালিকায় ১৪৫তম স্থানে ছিল পাকিস্তান, এ বার ১২ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। শ্রীল গতবার ১২৭তম স্থান দখল করে ছিল। এ বার ১৯ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। বাংলাদেশ গতবারে ১৫২তম স্থানে থাকলেও, এ বার ১০ ধাপ নেমে গিয়েছে। ৩৬ ধাপ নীচে নেমেছে মায়ানমার।

সংবাদমাধ্যমের স্বাধীনতায় তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় সুইডেন, চতুর্থ এস্টোনিয়া, পঞ্চম ফিনল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী রাশিয়া রয়েছে ১৫৫তম স্থানে। গতবছরের থেকে পাঁচ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। দু’ধাপ এগিয়েছে ১৭৫তম স্থানে রয়েছে চিন। তালিকায় ২৪তম স্থানে রয়েছে ব্রিটেন। আমেরিকা রয়েছে ৪২তম স্থানে। তালিকায় একেবারে শেষতম স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়ার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!