ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করলেন দ্রৌপদী, কাজ শুরু

0 0
Read Time:2 Minute, 16 Second

গতকাল রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদীর নাম ঘোষণা করে চমক দিয়েছে বিজেপি৷ তারপর থেকেই গোটা দেশে চর্চিত হচ্ছে ওড়িশার আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুর নাম৷ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর এ দিন সকালেই মন্দিরে গিয়ে পুজো দিলেন দ্রৌপদী মুর্মু৷ ঝাঁটা হাতে মন্দির পরিষ্কার করতেও দেখা গেল তাঁকে৷

আর আজ অর্থাৎ বুধবার সকালে ওড়িশার রায়রংপুরের জগন্নাথ মন্দিরে পৌঁছে যান দ্রৌপদী মুর্মু৷ সেখানে পুজো দেন তিনি৷ একটি শিব মন্দিরেও পুজো দেন তিনি৷ রীতি মেনে মন্দির চত্বর ঝাঁট দিয়ে পরিষ্কারও করতে দেখা যায় তাঁকে৷ নির্বাচনে জয়ী হলে প্রথমবার কোনও আদিবাসী মহিলা হিসেবে রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলসে পা রাখবেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী৷

এবারের রাষ্ট্রপতি নির্বাচনের সঙ্গে বিশেষ ভাবে জড়িয়ে গিয়েছে ঝাড়খণ্ডের নাম৷ কারণ দ্রৌপদী মুর্মু এই রাজ্যেরই প্রাক্তন রাজ্যপাল ছিলেন৷ আবার বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা অতীতে ঝাড়খণ্ড থেকেই সাংসদ নির্বাচিত হয়েছেন৷
রাষ্ট্রপতি পদে নাম ঘোষণার পর থেকেই দ্রৌপদী মুর্মুকে চব্বিশ ঘণ্টার জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ রাষ্ট্রপতি পদে তাঁর জয়ের সম্ভাবনা যথেষ্টই৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আশা প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি হিসেবে অসাধরণ ভূমিকা পালন করবেন দ্রৌপদী৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!