কলকাতার বিশাখের সামনে কোটি টাকার বেশি বেতনের চাকরি

0 0
Read Time:2 Minute, 51 Second

নিউজ ডেস্ক: উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় পেয়েছিলেন দ্বাদশ স্থান ৷ প্রথম দশের মধ্যে থাকতে না পারার যন্ত্রণা কুরে কুরে খেয়েছিল রামপুরহাটের বিশাখকে ৷ সেইসঙ্গে তাঁর বাবা মাকে৷ মেধাবী সন্তানের থেকে তাঁদের প্রত্যাশা ছিল ৷ সেই প্রত্যাশার দুকূল ছাপিয়ে গেল উচ্চ মাধ্যমিকের কয়েক বছর পরে, চাকরির অফারে ৷ জিতেন্দ্রলাল বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র বিশাখ মণ্ডলের সামনে বিশ্বের তাবড় সংস্থার চাকরির সুযোগ ৷ প্রতি ক্ষেত্রেই প্রস্তাবিত বেতন ছাড়িয়েছে কোটির অঙ্ক ৷ কোথাও পৌঁছেছে ২ কোটির কাছেও ৷

বিশাখের বাবা চাষবাস করেন৷ মা অঙ্গনওয়াড়ি কর্মী৷ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পর ডয়েন্ট এন্ট্রান্সেও ভাল ফল করেছিলেন তিনি ৷ ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শাখায় ৷ সঙ্গী ছিল দ্বিধা, সংশয়, ভয় এবং একরাশ স্বপ্ন৷ রামপুরহাটের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অলিন্দ-ভয় দেখিয়েছিলেন অনেকেই ৷ বলেছিলেন ‘সাবধানে থাকিস’৷ ইঞ্জিনিয়ারিং-এর চতুর্থ বর্ষে পৌঁছে বিশাখ দেখছেন তাঁর সব ভয় ও দ্বিধা অমূলক ছিল ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতায় তিনি অভিভূত ৷ শিক্ষকদেরও তাঁর মনে হয়েছে বন্ধু হিসেবে ৷

উল্লেখ্য, এই মুহূর্তে বিশাখের সামনে তিনটে চাকরির সুযোগ ৷ ফেসবুক লন্ডন থেকে পেয়েছেন ১ কোটি ৮৩ লক্ষ টাকার বার্ষিক বেতনের প্যাকেজ ৷ গুগল লন্ডন দিচ্ছে ১ কোটি ৪০ লাখ টাকার বার্ষিক বেতন এবং অ্যামাজন বার্লিনের তরফে তিনি পেয়েছেন ১ কোটি ১৩ লক্ষ টাকার বার্ষিক বেতনের প্রতিশ্রুতি ৷ আপাতত গুগল ও ফেসবুকের সঙ্গে বিশাখের কথাবার্তা এগোচ্ছে ৷ আরও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!