একুশে জুলাইয়ের সভায় যাব, সিবিআই কিছু নয় : অনুব্রত

0 0
Read Time:2 Minute, 2 Second

নিউজ ডেস্কঃ গরুপাচার, ভোট পরবর্তী হিংসা মামলায় একাধিকবার বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে তলব করেছে সিবিআই। দুবার হাজিরাও দিয়েছেন অনুব্রত। কিন্তু অনুব্রতর দাবি, কোনও চুরিচামারি করিনি। ওরা ‘ফলস ভাবে ডাকছে’।

মঙ্গলবার বোলপুরে তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে অনুব্রত বলেন, ওরা নারদা, সারদা কেসে কিছু করতে পেরেছে? আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি। আমি মহাদেবের ভক্ত। ওরা (সিবিআই) যে ডাকছে, ফলস ডাকছে। একুশে জুলাই শহিদ দিবসের সভায় থাকব। হাঁটতে কষ্ট হচ্ছে। তবুও যাব।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৯শে মে গরু পাচারকাণ্ডে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। প্রায় ৪ ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত মণ্ডল। শারীরিক পরীক্ষার জন্য বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নিয়ে যাওয়া হয়, এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে। এরপর হুইল চেয়ারে করে উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এদিন সকাল ৯টা বেজে ৫০মিনিটে নিজাম প্যালেসে CBI দফতরে পৌঁছান তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা ‘কেষ্ট’। সময়ের আগেই CBI দফতরে পৌঁছে যান তিনি। তবে দেখা যায়, বাঁ হাত দিয়ে চেপে আছেন বুক। বুকে হাত দিয়েই নিজাম প্যালেসে ঢোকেন অনুব্রত মন্ডল। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!