বাসন্তী কালীবটতলায় লরি ও ম্যাজিক সংঘর্ষ
Read Time:1 Minute, 8 Second
নিউজ ডেস্ক:: দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের সোনাখালী বটতলা মোড়ে কাছে লরি ধাক্কায় ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারল।
এই ঘটনায় আহত হয় প্রায় পাঁচ জন তাদের মধ্যে শম্ভু কয়ালকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
এদিন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ। এই ঘটনায় লরি ও লরি চালককে আটক করেছে বাসন্তী থানার পুলিশ।
প্রতক্ষদশীরা জানান ক্যানিং থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল ম্যাজিক গাড়ি এবং উল্টো দিক থেকে আসা লরি ওই ম্যাজিক গাড়িটিকে ধাক্কা মারে।