রাইসিনা হিলে পা রাখলেন প্রথম আদিবাসী নেত্রী

0 0
Read Time:3 Minute, 20 Second

নিউজ ডেস্ক::দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু।

সংসদ ভবনের েসন্ট্রাল হলে তাঁক শপথ বাক্য পাঠ করান দেশের প্রধানবিচারপতি। তাঁর আগে রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানিয়েছেন রামনাথ কোভিন্দ এবং তাঁর স্ত্রী। এই প্রথম দেশের সর্বোচ্চ নাগরিক পদে বসলেন কোনও রাষ্ট্রপতি পদে বসলেন কোনও আদিবাসী নেত্রী।
দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। সকাল ১০ নাগাদ সংসদের সেন্ট্রাল হলে হবে শপথ গ্রহন অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সহ সংসদের দুই কক্ষের সদস্যরা।

দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। তাঁর রাষ্ট্রপতি পদে বসা একপ্রকার দেশে ইতিহাস তৈরি করছে। এর আগে কোনও আদিবাসী রাষ্ট্রপতি পদে বসেননি। কাজেই লোকসভা ভোেটর আগে রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর শপথ বিজেপিকে অনেকটাই অ্যাডভান্টেজে রাখবে। আজ সকালে ১০টা নাগাদ সংসদ ভবনের সেন্ট্রাল হলে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। শপথের সময় নির্ধারিত হয়েছেন ১০.১৫ মিনিট।
রাজকীয় শোভাযাত্রার মধ্যদিয়ে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্রৌপদী মুর্মুকে নিয়ে সংসদের সেন্ট্রাল হলে যাবেন।

দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করাবেন দেশের প্রধান বিচারপতি। শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্বভার নেবেন দ্রৌপদী মুর্মু। সে সময়ে ২১টি তোপধ্বনি করা হবে। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে দায়িত্বভার তুলে দেবেন। সংসদের সেন্ট্রাল হলে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম িবড়ল এবং
মোদীর মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া সব রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, একাধিক দেশের রাষ্ট্রদূত, সাংসদ এবং দেশের সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন রাষ্ট্রপতির শপথ গ্রহন অনুষ্ঠানে। শপথ গ্রহন শেষ হলে
জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!