44th Chess Olympiad: সম্পূর্ণ সময়সূচী

0 0
Read Time:3 Minute, 23 Second

নিউজ ডেস্ক ::ভারতে প্রথম বার অনুষ্ঠিত হবে দাবা অলিম্পিয়াড।
২৮ জুলাই থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আর তার আগে ভারতের ৭৫টি শহরে ঘুরবে দাবা অলিম্পিয়াডের মশাল। আর রবিবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’-র প্রধান আরকাডি ভরকভিচ মশাল তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। আর মোদি সেটা তুলে দেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের হাতে।

44th Chess Olympiad উদ্বোধনী অনুষ্ঠান ২৮ জুলাই অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৮ জুলাই- উদ্বোধনী অনুষ্ঠান
২৯ জুলাই- রাউন্ড ১
৩০ জুলাই- রাউন্ড ২
৩১ জুলাই- রাউন্ড ৩
১ আগস্ট- রাউন্ড ৪
২ আগস্ট- রাউন্ড ৫
৩ আগস্ট- রাউন্ড ৬
৫ আগস্ট- রাউন্ড ৭
৬ আগস্ট- রাউন্ড ৮
৭ আগস্ট- রাউন্ড ৯
৮ আগস্ট- রাউন্ড ১০
৯ আগস্ট- রাউন্ড ১১,
সমাপনী অনুষ্ঠান
১০ আগস্ট- প্রস্থান

আগামী ৪০ দিন এই মশাল নিয়ে ঘুরবেন কলকাতা-সহ বিভিন্ন শহরের গ্র্যান্ডমাস্টাররা। লেহ, শ্রীনগর, জয়পুর, সুরাট, মুম্বই, ভোপাল, পাটনা, কলকাতা, গ্যাংটক, হায়দরাবাদ, বেঙ্গালুরু, ত্রিশুর, পোর্ট ব্লেয়ার, কন্যাকুমারীর মতো বিভিন্ন শহরে এই মশাল ঘুরবে। আর বছর দুয়েক পর ১০০ বছর হবে দাবা অলিম্পিয়াডের। তার ঠিক আগে প্রথম বার ভারতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এ বারের প্রতিযোগিতায় ১৮৮টি দেশ অংশ নিয়েছে। তামিলনাড়ুর মহাবালিপুরমে হবে এই প্রতিযোগিতা। চলবে ২৮ জুলাই থেকে ১০ অগস্ট পর্যন্ত। মোদি এ দিন বলেন, ‘ভারতে কুস্তি, কবাডি খেলা হয় শরীর সুস্থ রাখার জন্য। আর আমাদের পূর্বপুরুষরা বিশ্লেষণের দক্ষতা বাড়ানোর জন্য আবিষ্কার করেছিলেন দাবা। সারা বিশ্বে সেই খেলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে শিক্ষার একটি অস্ত্র দাবা। দাবাড়ুরা হয়ে উঠছেন যে কোনও সমস্যার সমাধানকারী।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, ‘ভারতের কাছে দারুণ মুহূর্ত। যে দেশে দাবার জন্ম সেখানেই হবে অলিম্পিয়াড। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ পাশে থাকার জন্য। যখনই মশাল যাত্রা হবে সেটা ভারত থেকেই শুরু হবে। ১৯৫৬ সালে ভারত প্রথম বার দাবা অলিম্পিয়াডে অংশ নেয়। অনেক বছর অপেক্ষা করতে হয়েছিল পদক জেতার জন্য।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!