রাষ্ট্রপতি দ্রৌপদীর কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর!

0 0
Read Time:2 Minute, 1 Second

 নিউজ ডেস্ক ::’মুখ ফসকে বলে ফেলেছেন’! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে শেষপর্যন্ত ক্ষমা চেয়ে নিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। চিঠি লিখলেন, ‘আমি ক্ষমা চাইছি এবং আপনাকে আমার আর্জি মেনে নেওয়ার অনুরোধ করছি’।

ন্যাশনাল হেরল্ড মামলায় কেন সোনিয়া গান্ধীকে তলব ইডির? বৃহস্পতিবার লোকসভা সরব হন অধীর চৌধুরী। আর তখনই ঘটে বিপত্তি। 

লোকসভায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি দৌপদী মুর্মুকে উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। দ্রৌপদী মূর্মকে ‘রাষ্ট্রপত্নী’ বলে সম্বোধন করেন তিনি! অধীরের এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে লোকসভা। শুধু রাষ্ট্রপতিকে অবমাননার অভিযোগই নয়, কংগ্রেসের লোকসভার নেতাকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণনা। এমনকী, সংসদের বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা।

উল্লেখ্য, এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে ইচ্ছাকৃতভাবে ‘রাষ্ট্রপত্নি’ বলে সম্বোধন করেননি বলে দাবি করেছিলেন অধীর চৌধুরী।  এবার চিঠিতে সেকথা উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। ২১শে জুলাই বিরোধীদের প্রার্থী যশোবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে দেশের  ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। ২৫শে জুলাই, সোমবার সংসদের সেন্ট্রাল হলে শপথ নেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!