সংক্ষেপে মীরের জীবন কাহিনী
নিউজ ডেস্ক:: শ্রোতাদের মনে বিষাদের সুর বাজিয়ে গত মাসে রেডিও মির্চি ছেড়েছেন মীর।ছেলেবেলা থেকেই কৌতুকাভিনয়ের প্রতি মীরের প্রবল আকর্ষণ ও ভালবাসা ছিল। প্রাথমিকভাবে তার খ্যাতি মূলত উপস্থাপক হিসেবে। ডিডি বাংলার নিউজ প্রোগ্রাম খাস খবর-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ ঘটলেও জি বাংলায় প্রচারিত আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান মীরাক্কেল-এর মাধ্যমেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ১৯৯৪ সালে টাইমস এফএমের সাথে নিজের রেডিও যাত্রাপথ শুরু করেছিলেন মীর।সেখান থেকেই পরিচিতি পান মীর। এরপর ক্রমশ ‘সকালম্যান’ হয়ে ওঠা, ‘মীরাক্কেল’ রিয়ালিটি শো-এর পরিচালনা, ‘সানডে সাসপেন্স’ ইত্যাদি ।রেডিওর পাশাপাশি নানা চলচিত্রেও অভিনয় করেছেন। দীর্ঘ ২৭ বছর রেডিও মির্চিতে ছিলেন তিনি ।রেডিও থেকে অবসর নেওয়ার সময় মীর ঘোষণা করেছিলেন তিনি এবার নতুন কিছু শুরু করতে চলেছেন। বুদ্ধিমত্তা এবং সার্কাজম,এই দুই এর মিলিত রসদের দিক থেকে মীর কে টেক্কা দেওয়া কঠিন l