কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ হরজিন্দরের

0 0
Read Time:4 Minute, 50 Second

নিউজ ডেস্ক::কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে দেশকে তৃতীয় পদকটি এনে দিলেন হরজিন্দর কৌর।

মহিলাদের ৭১ কেজি বিভাগে তিনি জিতলেন ব্রোঞ্জ। ফলে ভারত ইতিমধ্যেই ঝুলিতে পুরে ফেলল ৯টি পদক। মোট ২১২ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন হরজিন্দর। এদিকে, ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টের ফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছে ভারত। পদক নিশ্চিত হয়েছে পুরুষদের টেবিল টেনিসেও।

স্ন্যাচে হরজিন্দর প্রথম প্রয়াসে ৯০ কেজি তুলতে পারেননি। দ্বিতীয় প্রয়াসে সফল হন, তৃতীয় প্রয়াসে ৯৩ কেজি তোলেন। তবে ১০৩ কেজি তুলে রেকর্ড গড়ে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের সারা ডেভিডস। তিনিই শেষ অবধি ক্লিন অ্যান্ড জার্কে নতুন গেমস রেকর্ড গড়ে ১২৬ কেজি তোলেন। সবমিলিয়ে ২২৯ কেজি তুলে নতুন গেমস রেকর্ড গড়ে তিনি সোনার দখল নেন। স্ন্যাচে নাইজেরিয়ার জয় ওগবনে ইজে ১০০ কেজি তুলেছিলেন। অস্ট্রেলিয়ার কিয়ানা রোজে এলিয়ট তোলেন ৯৪ কেজি।

ক্লিন অ্যান্ড জার্কে হরজিন্দর ১১৩, ১১৬ ও ১১৯ কেজি তুলতে সক্ষম হন। ফলে তিনি মোট ২১২ কেজি তোলেন। রুপোজয়ী কানাডার আলেক্সিস অ্যাশওয়ার্থ স্ন্যাচে হরজিন্দরের চেয়ে পিছিয়ে ছিলেন, তিনি তুলেছিলেন ৯১ কেজি। কিন্তু ক্লিন অ্যান্ড জার্কে তিনি সর্বাধিক ১২৩ কেজি তুলে রুপোর দখল নেন। হরজিন্দরের চেয়ে সবমিলিয়ে ২ কেজি ভার বেশি তোলেন তিনি। স্ন্যাচে দ্বিতীয় স্থানাধিকারী তথা সোনা জয়ের বিষয়ে ফেভারিট নাইজেরীয় ভারোত্তোলক ক্লিন অ্যান্ড জার্কে একবারও ১২৫ কেজি তুলতে পারেননি। ফলে হরজিন্দরের ব্রোঞ্জ নিশ্চিত হয়ে যায়।

ব্যাডমিন্টনে ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছে মিক্সড টিম ইভেন্টে। সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ভারত পৌঁছে গিয়েছে ফাইনালে। পুরুষদের ডাবলসে প্রথমে ভারতকে জয় এনে দেয় সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি। খেলার ফল ২১-১১, ২১-১২। এরপর দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে বিশ্ব ক্রমতালিকায় ১৯ নম্বরে থাকা জিয়া মিন ইয়েওকে হারিয়ে দেন ২১-১১, ২১-১২ ব্যবধানে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ১০ নম্বর লক্ষ্য সেনের সামনে ছিলেন বিশ্বের ৯ নম্বর তারকা তথা বিশ্বচ্যাম্পিয়ন লো কিয়ান ইউ। প্রথম গেমে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। তবে লক্ষ্য জয় ছিনিয়ে নেন। পরের গেমে আগাগোড়া দাপট বজায় রাখেন তিনি।

পুরুষদের টিটিতেও ভারতীয় দল ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছে। নাইজেরিয়াকে সেমিফাইনালে হারিয়েছে ভারত। হরমীত দেশাই ও জি সাথিয়ান প্রথমে ডাবলসে জয় এনে দেন, তাঁরা তিনটি গেমেই জেতেন। অচন্ত্য শরথ কমল এরপর সিঙ্গলসে অরুণ কাদরিকে ৩-১ গেমে হারান। সিঙ্গলসে জি সাথিয়ান একই ব্যবধানে পরাস্ত করেন ওমোতায়ো ওলাজিডেকে। এই জয়ের সুবাদেই ভারত পৌঁছে যায় ফাইনালে। ফলে নিশ্চিত হয়
পদক। তবে সাঁতারে পদক এলো না। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ফাইনালে ২৫.২৩ সেকেন্ড সময় করে পঞ্চম স্থান পেলেন ভারতের শ্রীহরি নটরাজ। বক্সিংয়ে পুরুষদের ৮০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের আশিস কুমার। নিউয়ের ট্রেভিস টাপাটুয়েটুয়োকে হারালেন ৫-০ ব্যবধানে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!