আলভা বনাম ধনখড়, ভোট দিলেন মোদী-মনমোহন

0 0
Read Time:3 Minute, 27 Second

নিউজ ডেস্ক::শনিবার ভোটাভুটির মাধ্যমে বেছে নেওয়া হবে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতিকে। একদিকে রয়েছেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভা। অন্যদিকে রয়েছেন সরকারি জোটের প্রার্থী জগদীপ ধনখড়। ভোটের আগেই হিসাব বলছে, বিরোধী আলভার চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ধনখড়। এখন দেখার ক্রস ভোটিং করে বিরোধীরা শেষ অবধি অবস্থান বদল করে কিনা। কারণ সেই চিত্র রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গিয়েছিল। একনজরে উপরাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত আপডেট।

বিরোধী জোটে ভাঙন ধরিয়ে তৃণমূল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা মার্গারেট আলভাকে সমর্থন করবে না, বরং ভোটদানে বিরত থাকবে।

কংগ্রেসের পর সংসদের দ্বিতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেস। ফলে তাদের ভোটদানে বিরত থাকাই উপরাষ্ট্রপতি নির্বাচনকে ছাপিয়ে সবচেয়ে চর্চিত বিষয় হয়ে উঠেছে।

ইতিমধ্যে আপ, টিআরএস, মিম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে।

বিএসপি ও টিডিপি জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে।

অন্যদিকে ওয়াইএসআর কংগ্রেস ও বিজেডিও জগদীপ ধনখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। দুই দল মিলিয়ে মোট ৫২টি ভোট রয়েছে তাদের।

উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নিজেদের ৩৯৪টি ভোট রয়েছে। সহযোগী দল ধরলে তা বেড়ে হয়েছে পাঁচশোর বেশি। অন্যদিকে বিরোধীদের হাতে রয়েছে দুশোর বেশি ভোট। ফলে বোঝাই যাচ্ছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে জগদীপ ধনখড়ের জয় শুধু সময়ের অপেক্ষা।

আলভা পেতে পারেন ২০০ ভোট, অন্যদিকে জগদীপ ধনখড় পেতে পারেন ৫০০ ভোট

লোকসভায় বিজেপির একারই রয়েছে ৩০৩ টি আসন এবং রাজ্যসভায় ৯১ টি আসন

এদিন সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৫ টা পর্যন্ত

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। চিঠি দিয়ে জানানো হয়েছে দলের সমস্ত সাংসদদের।

তৃণমূল কংগ্রেস চিঠি দিয়েছে শিশির অধিকারী ও দিব্য়েন্দু অধিকারীকেও। তবে শিশির-দিব্য়েন্দু প্রত্যুত্তরে ধোঁয়াশা তৈরি করেছেন।

কত জন ভোট দেবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে। সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সাংসদ এবার ভোট দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত সাংসদের ভোটের মান এক।

উপরাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যা এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের দিকে। তবে আম আদমি পার্টি এবার ভোট দেবে বিরোধী দলগুলির সম্মিলিত প্রার্থী মার্গারেট আলভাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!