ধর্ষকদের মৃত্যুদণ্ডের ফলেই আরও বাড়ছে নারী নির্যাতন

0 0
Read Time:4 Minute, 9 Second

নিউজ ডেস্ক::রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।

ধর্ষণ নিয়ে তাঁর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। তিনি বলেছেন, ধর্ষণের দোষীদের মৃত্যুদণ্ডের ফলে যৌন নিপীড়িতদের হত্যা বেড়েছে। আর এর ফলেই তৈরি হয়েছে বিতর্ক।

কংগ্রেস নেতা শুক্রবার একটি বিক্ষোভের সময় এই ধরনের ঘটনা বৃদ্ধির জন্য আইন এবং সরকারকে দায়ী করছেন বলে জানা গিয়েছে। তাঁর কথা অনুযায়ী, ধর্ষণের দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার ফলে নিকৃষ্ট মনস্ক এমন দুষ্কৃতিদের মনে ক্ষোভ তৈরি হচ্ছে। ফলে তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। এর স্বাভাবিকভাবেই এতে তৈরি হয়েছে বিতর্ক।

দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী জয়হিন্দের শেয়ার করা একটি ভিডিওতে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়: ‘নির্ভয়ার ঘটনার পর দোষীদের ফাঁসিতে ঝোলানো হয়েছে। এতে মহিলাদের হত্যার ঘটনা বেড়েছে। তিনি বলছেন, এমন ঘটনায় অভিযুক্তরা যৌন নিপীড়নের পরে যার উপর অত্যাচার করছে তাদের হত্যা করছে, যাতে কোনও সাক্ষী না থাকে। আমি দেশব্যাপী এমনই প্রবণতা লক্ষ্য করেছি।’ এটা অত্যন্ত বিপজ্জনক ব্যপার বলে গেহলট বলেন।

তিনি ১৬ ডিসেম্বর, ২০১২ দিল্লি গণধর্ষণকে উল্লেখ করেছিলেন, যাকে নির্ভয়ার ঘটনা বলা হয়। ২৩ বছর বয়সী প্যারামেডিকেলের ছাত্রী নারকীয় অত্যাচারের পর দীর্ঘদিন হাসপাতালে ভরতি ছিল। শেষ পর্যন্ত তিনি মারা যান। ঘটনাটি কেবল ভারতে নয়, বিশ্বের অনেক জায়গায়ও ক্ষোভের জন্ম দিয়েছিল। মহিলার পরিবার দীর্ঘ, আইনি লড়াইয়ের পরে কিছুটা মানসিক শান্তি পেয়েছিল, কারণ ২০ মার্চ, ২০২০ তারিখে এই মামলার চার আসামিকে দিল্লির তিহার জেলে ফাঁসি দেওয়া হয়।

দিল্লির মহিলা প্যানেলের স্বাতী জয়হিন্দ গেহলটের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। ‘এই মন্তব্যের যতই সমালোচনা করা হোক না কেন, কম হবে। আজ দেশে মেয়েরা নির্মমভাবে ধর্ষিত হচ্ছে। অনশনের পর অনেক কষ্টে আইনটি অস্তিত্ব লাভ করে। রাজনীতিবিদদের এ ধরনের বক্তব্য প্রতিটি ভুক্তভোগীর মনোবল ভেঙে দেয়। নেতাদের কাজ নারীর নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রয়োজনীয় বিবৃতি দেওয়া নয়।’

দিল্লি এবং দেশের অন্যান্য অংশে মহিলাদের নিরাপত্তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকটি মন্তব্যে তিনি বলেন, ‘অশোক গেহলটের উচিত ধর্ষকের মতো মন্তব্য করা বন্ধ করা।’

মন্তব্যটিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র এস শেখাওয়াতকে বলেছেন, ‘গত তিন বছরে, রাজস্থান অল্পবয়সী নিরপরাধ মেয়েদের উপর নৃশংসতার কেন্দ্রে পরিণত হয়েছে৷ যারা এই বিষয়টিকে পরিবর্তন করে তাদের চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না৷ নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিতর্কিত বক্তব্য।’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!