indian oil corporation-এর বৈপ্লবিক সিদ্ধান্ত !

0 0
Read Time:2 Minute, 20 Second

নিউজ ডেস্ক ::Inaian oil corporation এর মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো ভালো হতে চলেছে।

রাষ্ট্রায়ত্ব সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) শীঘ্রই বাংলাদেশ হয়ে ত্রিপুরায় জ্বালানি পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চলেছে। সাংবাদিক সম্মেলনে এমন কথাই জানায় ওই সংস্থার এক আধিকারিক। আর এই কার্যক্রম শুরু হলে যুগান্তকারী এক পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ত্রিপুরায় জ্বালানি তেলের পাঠানোর খরচ কিছুটা কমেও যাবে।
আধিকারিক জানিয়েছেন, IOC -এর তিনটি এলপিজি ট্যাঙ্কার এবং সাতটি পেট্রোল ও ডিজেল ট্যাঙ্কার গুয়াহাটি হয়ে বাংলাদেশে ট্রায়াল অপারেশনের সময় পরিবহন করবে। প্রত্যেক তেল ট্যাঙ্ককারের ক্ষমতা ১২ হাজার লিটার করে জানানো হয়েছে। ফলে বিপুল পরিমানে খরচ কমবে বলেই ওদের ধারণা।

ওই আধিকারিক সংবাদমাধ্যম পিটিআইকে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সাক্ষাৎকারে জানিয়েছেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ আইওসি এর সঙ্গে ঢাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। আর তা গত ৩রা অগাস্ট হয়। আর এরপরেই এই ট্রায়াল অপারেশন শুরু হবে বলে ওই আধিকারিক জানিয়েছেন। শুধু তাই নয়, এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে ওই আধিকারিক জানিয়েছেন, ভিসা ইস্যু হওয়ার পরে, এলপিজি এবং তেলের ট্যাঙ্কারগুলি বাংলাদেশ হয়ে বিকল্প রাস্তায় ট্রায়াল অপারেশনের জন্য এগিয়ে যাবে।আশাকরা যায় এতে IOC র বাণিজ্য যেমন বৃদ্ধি পাবে তেমনই দেশবাসীর উপকার হবে।  

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!