প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের দলের ওপর আধিপত্য বিস্তার করেন গাব্বার ও গিল

1 0
Read Time:1 Minute, 46 Second

নিউজ ডেস্ক::১৮ই আগস্ট হারারে স্পোর্টস ক্লাবের মাঠে খেলা হয় ভারত বনাম জিম্বাবুয়ের। প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ যেখানে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলের অধিনায়ক কে এল রাহুল । প্রথম ১০ ওভারের মধ্যেই ওপেনারদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন ডানহাতি মাঝারি ফাস্ট বোলার দীপক চাহার , পুরো খেলায় মোট ৭ ওভার বল করে ৩ উইকেট নেন মাত্র ২৭ রানের বিনিময় । ভারতের অন্যান্য বোলাররাও আর পিছিয়ে রইলো না তারপর। প্রসিধ কৃষ্ণা, অক্সের প্যাটেল দুজনেই ৩ টে উইকেট এবং মোহাম্মদ সিরাজ ১ উইকেট নিয়ে জিম্বাবুয়ের দলকে ৪০ ওভারের মধ্যেই অল আউট করতে সক্ষম হয় তারা ।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করে মোট ১৮৯ রান করে , ভারতকে জেতার জন্য ৫০ ওভারে ১৯০ রান করতে হতো । চেয করতে নেমে ইন-ফর্ম ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল-এর মধ্যে সেঞ্চুরির ব্যবধানে জিম্বাবুয়েকে ভারতের কাছে তাদের টানা ১৩তম ওয়ানডে হারে আঘাত করলো । এই ম্যাচে ধাওয়ান করে ৮১ (১১৩) , সুভমান গিল করে ৮২ (৭২) । ম্যাচের সেরা খেলোয়াড় হন দীপক চাহার তার ৩/২৭ এর জন্যে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
100 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!