সারাদেশ জুড়ে গনেশ চতুর্থী প্রস্তুতি চলছে

0 0
Read Time:1 Minute, 25 Second

নিউজ ডেস্ক::ছত্রপতি শিবাজী মহারাজ গণেশ চতুর্থী মারাঠা শাসন আমলে শুরু করে। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি,সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব,অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও দিল্লি প্রভৃতি রাজ্যে ১০ দিন ব্যাপী এই গণেশ চতুর্থী অনুষ্ঠানের আয়োজন করা হয়।গণেশ হেরাম্বা, একদন্ত, গণপতি, বিনায়ক এবং পিল্লায়ার নামে পরিচিত।গণেশ চতুর্থী / গণেশ পূজা দেশের ব্যাপকভাবে পালিত হিন্দু উৎসবগুলির মধ্যে একটি। ধর্মীয় অনুষ্ঠানে ভগবান গণেশের আশীর্বাদ প্রার্থনা করা হয়।ভগবান বিনায়ককে মানবদেহে একটি হাতির মাথা দিয়ে চিত্রিত করা হয়েছে।গণেশ চতুর্থী/গণেশ পূজা প্রধানত একটি জাতীয় উৎসব, যা সরকারি ও বেসরকারিভাবে গণেশ মাটির মূর্তি স্থাপনের মাধ্যমে চিহ্নিত করা হয়। গণেশ ঠাকুরের পছন্দের সমস্ত ভোগ দিয়ে গনেশ ঠাকুরকে আরাধনা করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!