বঙ্গ বিজেপিতে অন্দরের রোগ সারাতে ‘মঙ্গল পাণ্ডে’ নিয়োগ

0 0
Read Time:4 Minute, 48 Second

নিউজ ডেস্ক::বঙ্গ বিজেপি যে গোষ্ঠীকোন্দলে জর্জরিত, তা দু’দিন এসেই সম্যক বুঝেছেন পর্যবেক্ষক সুনীল বনশল। তাই সুনীল বনশল বঙ্গ বিজেপির জন্য এবার নতুন দাওয়াইয়ের বন্দোবস্ত করলেন। বঙ্গ বিজেপির জন্য এবার আরও একজন পর্যবেক্ষক নিয়োগ করলেন তিনি। তিনি সংগঠন বিস্তারের পাশাপাশি বঙ্গ নেতৃত্বের মধ্যে সমন্বয় সাধন করবেন।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় পর্যবেক্ষক হিসেবে কৈলাশ বিজয়বর্গীয়র স্থলাভিষিক্ত করেছেন সুনীল বনশলকে। তাঁকে অবশ্য শুধু বাংলার দায়িত্ব দেওয়া হয়নি, দেওয়া হয়েছে বাংলা-সহ পূর্বাঞ্চলের তিন রাজ্য ও তেলেঙ্গানার দায়িত্ব। আর পর্যবেক্ষক হয়ে এসেই রাজ্য বিজেপির মন্থন শিবিরে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর সম্যক ধারণ তৈরি হয়েছে বঙ্গ নেতৃত্বকে নিয়ে।

বঙ্গ নেতৃত্ব ছবিতে এক থাকলেও তাঁদের মধ্যে যে মতানৈক্য প্রবল, তা বুঝতে দেরি হয়নি পোড়খাওয়া রাজনীতিবিদ সুনীল বনশলের। তিনি বাংলার রাজনীতিকে চেনেন। কারণ একটু হলেও তাঁর বঙ্গ-যোগ রয়েছে। তাই বঙ্গের নেতৃত্বের পুরনো রোগ সামলাতে তিনি চটজলদি নতুন দাওয়াই দিলেন। সুনীল বনশলের রিপোর্ট অনুযায়ী বাংলার জন্য সর্বক্ষণের পর্যবেক্ষক নিয়োগ করল কেন্দ্রীয় নেতৃত্ব।

সুনীল বনশল রিপোর্ট দিয়েছিলেন, আংশিক সময়ের পর্যবেক্ষক দিয়ে অন্দরের রোগ নিরাময় করা সম্ভব নয়। বাংলার জন্য চাই সর্বক্ষণের পর্যবেক্ষক। সেইমতো কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিল সুনীল বনশলের রিপোর্টে। বিহারের দোর্দণ্ডপ্রতাপ মঙ্গল পাণ্ডেকে বাংলার পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল বিজেপি। শুক্রবার কেন্দ্রীয় সভাপতি এই সিদ্ধান্তের কথা জানান।

বাংলায় আরও এক পর্যবেক্ষক নিয়োগ করার সঙ্গে সঙ্গে সহকারী পর্যবক্ষেক অমিত মালব্যর ভার লাঘব করার সিদ্ধান্তও নেওয়া হল। অমিত মালব্যর সঙ্গে দায়িত্ব ভাগ করে দেওয়া হল আশা লাকরাকেও। এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল অরবিন্দ মেনন ও শিব প্রকাশের ভাগ্যও। তাঁরা কৈলাশ বিজয়বর্গীয়র সময়ে সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব বন্টন করে নিয়েছিলেন। তাঁদের প্রায় ছুটি হয়ে গেল।

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের পর বিজেপির জন সমর্থনের ভাটা পড়েছে। একের পর এক নির্বাচনে তাঁদের হারতে হয়েছে। সে পুরসভা নির্বাচন হোক বা উপনির্বাচন বিজেপি পর্যুদস্ত হয়েছে। বিজেপিতে আদি-নব্য-তৎকাল দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ভিন্ন গোষ্ঠীর ফারাক বেড়েছে বহু যোজন। এই অবস্থায় বিজেপি চাইছে সর্বক্ষণের পর্যবেক্ষক এনে দলের গোষ্ঠীকোন্দলে প্রলেপ লাগাতে।

উত্তরপ্রদেশের চাণক্য বলে পরিচিত সুনীল বনশল। তাঁকে বাংলা-সহ চার রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা ও তেলেঙ্গানার দায়িত্ব নিয়েছেন তিনি। এই অবস্থায় তিনি বাংলার জন্য সর্বক্ষণের পর্যবেক্ষক নিয়োগের সুপারিশ করলেন। বৈদিক ভিলেজে মন্থন শিবির থেকে তিক্ত অভিজ্ঞতা নিয়েই তিনি রাজ্যের জন্য নতুন দাওয়াই বাতলে দিলেন। তারপরই জেপি নাড্ডা বাংলায় পর্যবেক্ষক টিমকে নতুন করে সাজান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!