পথ দুর্ঘটনা কমানোর বার্তা দিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপ

0 0
Read Time:2 Minute, 56 Second

নিউজ ডেস্ক::বর্তমান সমাজে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতঙ্ক তাড়া করে বেড়ায়। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে। যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপই এই মহামারীকে রুখে দিতে পারে। সেই বিষয় নিয়েই তৈরি হচ্ছে হাওড়ার উত্তর খুরুট ক্লাবের পূজা মণ্ডপ।

বিভিন্ন কারণের ফলে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। প্রথমত, দুরন্ত গতি এবং অভারটেকিং। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এবং লাগামছাড়া স্পিড এ ওভারটেক করার ফলে প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে থাকে। দ্বিতীয়ত, চালক এবং পথচারীদের মধ্যে ট্রাফিক নিয়মের অজ্ঞানতা।

দেশে এবং রাজ্যে জনগণের একটা বড় অংশ ট্রাফিক সাইন এবং সিম্বল সম্বন্ধে ওয়াকিবহাল নয়। অনেকক্ষেত্রে, নিয়মাবলী জানা থাকা সত্বেও চালকেরা সেগুলো অমান্য করে থাকে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সিগনাল না মানা, গাড়ি চালানোর সময় স্মার্টফোন ব্যবহার করা, রাস্তাঘাটে তাড়াহুড়ো করা ইত্যাদি সবই নিত্যদিন এর সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।

ক্লাব কর্তারা জানাচ্ছেন, ‘আমরা এই থিম এর মাধ্যমে দুধরনের সমাজের প্রতিফলন তুলে ধরেছি। আমাদের থিমে রয়েছে বর্তমান সমাজের অপ্রিয় প্রতিচ্ছবি, আমাদের এই পরিকল্পনা আয়না হয়ে ফুটে উঠবে সমাজের কাজে, ‘আমরা যা করছি ঠিক করছি তো?’ এই প্রশ্নের সাথে। শুধু প্রশ্নই নয় থাকছে প্রশ্নের উত্তরও, এক কাল্পনিক আদর্শ সমজের সাপেক্ষে, যার সাথে বাস্তবের তফাৎ উনিশ-বিশ মাত্র। এই সামান্য তফাতের মাধ্যমেই আমরা গড়তে পারি আদর্শ সড়ক ব্যবস্থা, এটাই আমাদের থিমের বার্তা।’

মণ্ডপ সজ্জিত হয়ে চলেছে অ্যাবস্ট্রাক্ট আর্টের সাহায্যে, এবং আমাদের দোষ গুলো ব্যাঙ্গাত্মক ভাবে তুলে ধারর চেষ্ঠা করা হয়েছে। সাথে তার পরিবর্তে ঠিক কি করা উচিত, সেই বার্তা দেওয়ার চেষ্ঠা করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!