রোহিত শর্মার ভারতের সামনে সুবর্ণ সুযোগ

0 0
Read Time:4 Minute, 57 Second

নিউজ ডেস্ক: টি ২০ বিশ্বকাপে কাল সুপার টুয়েলভের দ্বৈরথে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ যে জিতবে তারাই এক পা ফেলবে সেমিফাইনালের দিকে। শেষ তিনটি দ্বৈরথের নিরিখে বাবর আজমের পাকিস্তান রোহিত শর্মার ভারতের চেয়ে এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। রোহিতরা চাইবেন গত টি ২০ বিশ্বকাপে হারের বদলা নিতে।

সুপার টুয়েলভের গ্রুপ ২-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ে। ফলে এটা মানতে দ্বিধা নেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মূলত থাকছে তিনটি দল- ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিন দলের মধ্যে দুটি দল সেমিফাইনালে যাবে। অঘটন না ঘটলে এই তিনটি দলই বাংলাদেশ, নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিতবে বলে মনে করা হচ্ছে। তবে সমীকরণ কিছুটা বদলাতে পারে যদি বৃষ্টির কারণে কোনও ম্যাচ ভেস্তে যায়।

আজ মেলবোর্নে বৃষ্টি হয়েছে। কালকের ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁরা প্রার্থনা করছেন যেন পুরো ২০ ওভারেরই ম্যাচ হয়। কিন্তু বৃষ্টিতে ওভার কমলেও তাঁর দল প্রস্তুত। সুপার টুয়েলভের গ্রুপবিন্যাস যেখানে দাঁড়িয়েছে তাতে দুই শিবিরই নিশ্চিত, কালকের ম্যাচ জিতলেই সেমিফাইনালের জায়গা পাকাই হয়ে যাবে।

ভারতের কথাই ধরা যাক। বিশ্বকাপের আসরে একবারই ভারত হেরেছে পাকিস্তানের কাছে। গত বিশ্বকাপের সুপার টুয়েলভে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকাকে দেশের মাটিতে টি ২০ সিরিজে হারিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত ১১টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে, জিতেছে ১০টিতে। হার ১টিতে, ২০১৯ সালে দিল্লিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। জিম্বাবোয়ে এই প্রথম টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধা টপকেছে। ভারত ও জিম্বাবোয়ের মধ্যে আজ অবধি মোট ৭টি টি ২০ আন্তর্জাতিক হয়েছে, তাতে ভারত জিতেছে ৫টিতে, জিম্বাবোয়ে ২টিতে। নেদারল্যান্ডসকেও রোহিত শর্মারা হারিয়ে দেবেন, এ ব্যাপারে কোনও সংশয় নেই। ফলে ভারত যদি কাল জেতে তাহলে অপরাজেয় থেকেই সেমিফাইনালে যেতে পারে।

গত বছরের টি ২০ বিশ্বকাপে ভারত বেকায়দায় পড়ে গিয়েছিল প্রথম দুটি ম্যাচেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে। কিন্তু এবারের সূচি বেশ স্বস্তিদায়ক। কালকের পাকিস্তান ম্যাচের পর ভারত বৃহস্পতিবার খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেক্ষেত্রে পরপর দুটি ম্যাচ জিতে ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আবার যদি পাকিস্তানের কাছে ভারত হেরে যায় সেক্ষেত্রে জিম্বাবোয়ে ম্যাচেই জয়ের সরণিতে ফেরার সুযোগ থাকবে। ভারত-দক্ষিণ আফ্রিকার ম্য়াচটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপার টুয়েলভে শেষ দুটি ম্যাচে ভারতের প্রতিপক্ষ যথাক্রমে বাংলাদেশ (২ নভেম্বর) ও জিম্বাবোয়ে (৬ নভেম্বর)। ভারতের সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়ে যাবে এই দুটি ম্যাচের আগেই। ৩ নভেম্বর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নির্ধারণ করে দেবে এই গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্টকে। ফলে সুপার টুয়েলভে বাংলাদেশ ও জিম্বাবোয়ে ম্যাচে ভারত সেমিফাইনালের মহড়া সেরে ফেলতে পারবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!