পুলিশ-জনগণের সম্পর্ক মজবুত করতে বিশেষ অনুষ্ঠান হীরাপুর থানার

0 0
Read Time:1 Minute, 38 Second

নিউজ ডেস্ক::বেশ কয়েক বছর ধরেই মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে পুলিশ বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে।তারই অংশ হিসাবে হীরাপুর থানার বিশেষ উদ্যোগ।
পশ্চিম বর্ধমান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ-জনগণের সম্পর্ক মজবুত করতে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফেরে পাওয়া কর্মসূচির আওতায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল উদ্ধার ও ফেরত দেওয়া হচ্ছে। এ কর্মসূচির আওতায় হীরাপুর থানায় উদ্ধার হওয়া ১০টি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়েছে।

এসময় পুলিশ সদস্যরা উদ্ধারকৃত মোবাইলটি শনাক্ত করে ফেরত দেন। এসিপি ইপশিতা দত্ত, সিআই শিবনাথ পাল, স্টেশন ইনচার্জ প্রসেনজিৎ রাই, ট্রাফিক গার্ড ইনচার্জ বিনয় লাইক উপস্থিত ছিলেন। তথ্য দিতে গিয়ে এসিপি ইপশিতা দত্ত বলেন, এ ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে চলছে। অন্যদিকে মোবাইল ফেরত পেয়ে লোকজন আনন্দ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এই ধরনের অনুষ্ঠান যাতে আরো করা যায় সেই চেষ্টা করা হচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!