শুভেন্দু অধিকারীর লেখা বই ‘১৯৫৬ ‘ প্রকাশিত হলো মঙ্গলবার

0 0
Read Time:2 Minute, 19 Second

নিউজ ডেস্ক::এতদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বই নিয়েই সাংবাদিকেরা বেশ দৌড়-ঝাপ করতেন।এখন নতুন লেখক উঠে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর বইয়ের নাম ‘১৯৫৬ ‘।তিনটি ভাষায় প্রকাশিত এই বইটি সম্পর্কে শুভেন্দু সাংবাদিকদের বলেন,
আমাকে কীভাবে দিনের পর দিন আটকানো হয়েছে তার ছবি দিয়েছি এই বইয়ে। ৫ মে’র পর থেকে বিরোধী দলনেতার নামে মামলা হয়েছে। ৮০ শতাংশ ক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম না।
তিনি বলেন, আমাকে কীভাবে দিনের পর দিন আটকানো হয়েছে তা এখানে উল্লেখ করেছি। বইপ্রকাশের পর তিনি বলেন, “রাজ্যের গণতন্ত্র কেমন? আমি ১৯৫৬ নামে তিন ভাষায় একটি বই করেছি। আমাকে কীভাবে দিনের পর দিন আটকানো হয়েছে তার ছবি দিয়েছি।

৫ মে’র পর থেকে বিরোধী দলনেতার নামে মামলা হয়েছে। ৮০ শতাংশ ক্ষেত্রে আমি উপস্থিত ছিলাম না। আমার বিরুদ্ধে আগে কোনও মামলা ছিল না। সব হয়েছে ৫ মে’র পরে। যেগুলো হাইকোর্ট গিয়েছে, সেগুলি তুলে ধরেছি।” উল্লেখ্য, এর আগে যখন শুভেন্দু অধিকারী বইপ্রকাশের কথা জানিয়েছিলেন, তখন বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে উপহারগুলি দিয়েছেন, সেগুলি পুস্তক আকারে তিনি প্রকাশ করবেন।শুভেন্দু বলেন,তার বিরুদ্ধে এমন কিছু মামলা এখন তোলা হচ্ছে যা ৫/৬ বছরের পুরনো।তিনি বলেন,রাষ্ট্রপতি,উপরাষ্ট্রপতি সহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের তিনি ওই বই পাঠাবেন।


শুভেন্দুর এই বই নিয়ে কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।তৈরি হয়েছে বই নিয়ে বিতর্ক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!