রাজ্য বিজেপি অভিষেক জলাতঙ্ক এ ভুগছে – জ্যোতিপ্রিয়

0 0
Read Time:4 Minute, 1 Second

নিউজ ডেস্ক::উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া ব্লকের দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুলে একটি রক্তদান উৎসবে এসে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন ডিসেম্বর নিয়ে যাই বলুক না কেন, আমাদের খেলাটা দেখবেন ১২ ১৪ ২১ এ। রাজ্যে তিন বিজেপি নাম না করে সুকান্ত, শুভেন্দু, দিলীপ প্রসঙ্গ তোলেন। এই তিনজন বাংলার ফরে হিসাবে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে আমরা ফড়ে ছাড়া আর কিছু বলি না। পাশাপাশি বলেন,ইতিমধ্যে রাজ্যে উন্নয়ন এক লক্ষ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। পাশাপাশি সন্দেশখালির এক গৃহবধূ সোমা বোস মজুমদার আবাস যোজনার ঘর পাচ্ছে না বলে শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমরা নিজেরাই বাংলা আবাস যোজনার ঘর নিয়ে তদন্ত করে দেখছি, পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিক তথা জেলাশাসক মহকুমা শাসক বিডিওরা সরজমিনে খতিয়ে দেখছেন। আশা কর্মীদেরও কাজে লাগানো হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় চান একটি গরীব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্যের একটি ও মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। পাশাপাশি বিরোধীরা যে কথা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। সন্দেশখালিতে এমনই অভিযোগ দায়ের হয়নি। এমনটি মন্তব্য বনমন্ত্রী। আজকে দিলীপ মেমোরিয়াল হাই স্কুল মাঠে বাদুরিয়ার উত্তর ব্লকের সভাপতি তথা। উত্তর ২৪ পরগনা জেলা বনভূমি ও স্থায়ী সমিতির কর্মদক্ষ বুরহানল মোকাদ্দিম উদ্যোগে প্রায় দশ হাজার মানুষের রক্তদান শিবিরে আয়োজন করা হয়। সেখানে যেমন একদিকে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উত্তর চব্বিশ পরগনা জেলার পুত্রের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বসিরহাট তৃণমূলের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক বাদল মিত্র বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য. বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ,বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দোপাধ্যায়, চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম, সৌমেন মন্ডল সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য এই রক্তদান শিবির। সবমিলিয়ে আজকের এই রক্তদানের মধ্য দিয়ে একদিকে পঞ্চায়েত ভোটের একটি মহড়া করে নিল বলে মনে করছে রাজনৈতিক মহল। স্বর্গীয় তুষার সিংহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী রক্তদান শিবির সবমিলিয়ে আজকের এই রক্তদান শিবির তথা রাজ্যের সব থেকে বড় রক্তদান উৎসবে পরিণত হলো। এমনটাই বললেন মঞ্চে থাকা মন্ত্রী থেকে বিশিষ্টজনেরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!