২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রাধান্য পাবে ‘খেলার ছবি’

0 0
Read Time:3 Minute, 9 Second

নিউজ ডেস্ক: আগামী ১৫ ডিসেম্বর শুরু হতে চলেছে ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।শনিবার সেই উৎসবের আনুষ্ঠানিক প্রেসমিট হয়েগেল।সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা, হরনাথ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্ররা৷ ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ সেই সঙ্গেই শুরু হয়ে গেল উৎসবের৷


মঞ্চে উপস্থিত ছিলেন সকলেই৷ উৎসব কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, এ বারের উৎসবের উদ্বোধনী ছবি অভিমান, প্রদর্শিত হবে ১৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ও রবীন্দ্র সদনে বিকেল সাড়ে পাঁচটার সময়৷ এ ছাড়া এই বছরে চলচ্চিত্র উৎসবে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্পোর্টস ফিল্মের উপরে৷ বিভাগটির নাম দেওয়া হয়েছে, ‘গেম অন’৷ সেখানে চক দে ইন্ডিয়া থেকে শুরু করে কোনি, বিভিন্ন খেলা বিষয়ক ছবি দেখানো হবে৷উৎসবের এই ভাবনাকে নাগরিক মহল স্বাগত জানিয়েছেন।


অনুষ্ঠানে বক্তারা বলেন,
মোট ৪২টি দেশের ১৮৩টি ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৩০টি ফিচার ছবি এবং ৫২টি শর্ট ডকুমেন্টরি ছবি৷ ২৩১টি শো দেখানো হবে মোট ১০টি ভেন্যুতে৷ মোট ১৪টি আলাদা আলাদা বিভাগ রয়েছে৷ প্রতিযোগিতামূলক বিভাগে রয়েছে মোট ৬৬টি ছবি৷সামগ্রিকভাবে কোলকাতার সিনেমা অনুরাগী মানুষ এই উৎসব নিয়ে খুবই উৎসাহী।


শিল্প সাহিত্য সংস্কৃতিকে বলা হয়,সমাজের দর্পন।তাকে সেই ভাবনার প্রকাশ ঘটলো এবারের এই উৎসবে।চলচ্চিত্র উৎসবের মূল কথা হচ্ছে, ‘বিশ্ব মেলে ছবির মেলায়’, ইংরাজিতে ‘Meet The World At The World of Cinema’৷ করোনা কালের একাধিক বাধা পেরিয়ে এ বার পুরোদমে চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে শহরে৷ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা প্রতি বছর এই উৎসবে আসেন ছবি দেখতে৷ এ বারেও দর্শকদের ঢল নামবে বলে মনে করা হচ্ছে৷ সেই কারণেই এ বার সিনেপ্রেমীদের উৎসাহ রয়েছে চরমে৷
ভালো সিনেমা মানেই ভালো জীবনবোধ,জীবন কথা।মানুষের সংস্কৃতি,চেতনার বিকাশ ঘটায় ভালো সিনেমা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!