ভারত জোড়ো যাত্রা: মহাত্মা গান্ধীর সাথে তুলনা অনুচিত, ক্ষোভ প্রকাশ রাহুলের

0 0
Read Time:2 Minute, 42 Second

নিউজ ডেস্ক : শততম দিন পার করতে চলেছে ‘ভারত জোড়ো যাত্রা ‘। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আর আড়াই মাসের মাথায় অভিযাত্রীরা পৌঁছে যাবেন শ্রীনগরে। স্বাধীন ভারতে এমন নজির এর আগে দেখা যায় নি। প্রসঙ্গত এই কারণেই কংগ্রেসের একাংশ গান্ধীজির সাথে তুলনা করতে শুরু করেছেন। তাঁদের মতে, জাতির পিতা মহাত্মা গান্ধী যেভাবে ত্যাগ স্বীকার করেছিলেন দেশকে স্বাধীন করার জন্য, আজ স্বাধীনতার ৭৫ বছর পরেও সেই একই ভাবে দেশকে অখণ্ড রাখার লক্ষ্যে তিনি নজিরবিহীন পদযাত্রায় পা মিলিয়েছেন।

 তবে রাহুল গান্ধী এবিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মতে এই ধরণের তুলনা নিছক অর্থহীন এবং এর ফলেই প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে 'ভারত জোড়ো যাত্রা '-র।
    তিনি আরও বলেন যে, তিনি এই যাত্রা থেকে কোনো রাজনৈতিক লাভ চান না।ভারতবর্ষকে  অখণ্ড রাখা তাঁর একমাত্র লক্ষ্য। সেই অখণ্ডতা হলো  ধর্মীয়, জাতিগত, ভাষাগত এবং অর্থনৈতিকভাবে সমাজের বিভিন্ন অংশের মধ্যে মৈত্রী, সম্প্রীতি এবং বোঝাপড়া গড়ে তোলা।
        রাহুল গান্ধীর মতে, মহাত্মা গান্ধীর সঙ্গে কারোর তুলনা চলে না তিনি তাঁর গোটা জীবনটা ভারতের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। সেই সঙ্গে তিনি জহরলাল নেহেরু, সর্দার বল্লভ ভাই প্যাটেল,  ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রমূখের দেশের জন্যে আত্মত্যাগের কথাও তুলে ধরেন।



    কংগ্রেস সূত্রের খবর, রাহুলকে মহাত্মা গান্ধীর সাথে তুলনা করার পিছনে রয়েছে রাজস্থান কংগ্রেসের ঘরোয়া সমীকরণ। মুখমন্ত্রীত্ব নিয়ে অশোক গেহলত ও শচীন পাইলট গ্রূপ মনে করছে 'ভারত জোড়োর শেষে একটা হেস্ত নেস্ত করবে এই কংগ্রেস নেতা।দু' পক্ষই তাই প্রাক্তন কংগ্রেস সভাপতিকে খুশি করতে উঠে পরে লেগেছে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!