এখন মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, ভর্তি শুরু মাস্টার্সে

0 0
Read Time:2 Minute, 28 Second

নিউজ ডেস্ক : সাংবাদিকতা ও গণ জ্ঞাপনের বিষয়ে ২বছরের মাস্টার্স কোর্সের জন্য আবেদন পত্র নেওয়া শুরু করলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। অনলাইনে ভর্তি শুরু হয়েছে ১৫ ই ডিসেম্বর থেকে।

পশ্চিমবঙ্গের একমাত্র বিশ্ববিদ্যালয় নেতাজি সুভাষ মুক্ত থেকেই সাংবাদিকতার অনলাইনে এমএ করানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফরম পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে, স্বাধীনতার পর দেশে সংবাদ কর্মীদের কাজের ক্ষেত্রে যতটা সম্প্রসারিত হয়েছে, এক্ষেত্রে প্রশিক্ষণ প্রাপ্ত জনশক্তির অভাবও ততটাই বেশি। এই মাস্টার্স কোর্সের মেয়াদ হবে দু’বছর যা পাঁচ বছরেও শেষ করা যেতে পারে। অধ্যাপক অরিজিৎ ঘোষ জানিয়েছেন।

যেকোনো শাখায় স্নাতক ডিগ্রিধারীরা এই কোর্সে ভর্তি হতে পারবেন। এই কোর্স করবার পর শিক্ষার্থীরা সাংবাদিকতা সম্পর্কে প্রাথমিক ধারণা পাবেন। কিভাবে পেশাদারিত্বের সঙ্গে খবর সংগ্রহ, কিভাবে সাক্ষাৎকার নিতে হয়, এবং সংবাদ মাধ্যমের আইন কানুন কে লক্ষ্য রেখে সংবাদ পরিবেশন করতে হয়। এছাড়া ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকতা সম্বন্ধেও ধারণা পাবেন শিক্ষার্থীরা। কোর্স সমাপ্তকারীরা খবরের সম্ভাব্য উৎস থেকে সংবাদ তৈরি ছাড়াও বিভিন্ন প্লাটফর্ম যেমন সংবাদপত্র,টেলিভিশন, এবং অনলাইন প্রচারের জন্য সংবাদ প্রযোজনা বা সম্পাদনা করতে পারবেন।

উল্লেখ্য ২০০৭ সাল থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় ও গন জ্ঞাপন বিষয়ে এক বছর মেয়াদী স্নাতকোত্তর ( অ্যাডভান্স ) ডিপ্লোমা কোর্স চালু আছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!