বড়দিন-গঙ্গাসাগর নিয়ে বার্তা মমতার

0 0
Read Time:1 Minute, 44 Second

নিউজ ডেস্কঃ সামনেই উৎসবের মরসুম শুরু হচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সতর্ক পশ্চিমবঙ্গও। বুধবার করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি করোনা নিয়ে বিশেষ কমিতি গঠনের কথা বলেছেন। আর এরপরেই বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়।

মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার বলেন, পুরো অবস্থার মনিটারিং করা হচ্ছে। তবে বড়দিন উদযাপন এবং গঙ্গাসাগর মেলা হবে বলে জানিয়েছেন তিনি। গতবারেও হয়েছিল বলে মন্তব্য প্রশাসনিক প্রধানের। তবে যেভাবে করোনা বাড়ছে তাতে কেন্দ্র মাস্ক এবং সোশ্যাল ডিসটেন্স মেনে চলার উপর জোর দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে সামনেই বড়দিন এবং নতুন বছর। তার আগে কি নতুন করে বিধি নিষেধ কিছু হবে? তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

যদিও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘‘আমাদের এখানে এখনও কিছু নেই। যদি হয় তখন সতর্কতা অবলম্বন করব।” তবে এখানে এখন করোনা হচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রীর। তবে গোটা অবস্থার অপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। মমতার মতে, আগে থেকে আসবে এটা ধরে নিতে চাই না। সে রকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব বলে মন্তব্য।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!