পুরো দপ্তরের বিশেষ নজরদারির সিদ্ধান্ত

0 0
Read Time:3 Minute, 4 Second

নিউজ ডেস্ক : আর্থিক অপচয় রুখতে এবার রাজ্যের পুরসভা গুলিতে নজরদারি করতে চাই পুরো ও নগর উন্নয়ন দপ্তর। সম্প্রতি এমন সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার পুরো ও নগর উন্নয়ন দপ্তরে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সমস্ত জেলার অতিরিক্ত জেলা শাসক ও শিষ্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

সেখানেই দায়িত্বপ্রাপ্ত কর্তারা এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন জেলা আধিকারিকদের। রাজ্যের সাতটি পুরো নিগম বাদে ১২১টি পুরসভায় আর্থিক অপচয় রুখতে এই নজরদারি চালানো হবে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রত্যেক জেলায় একজন করে অতিরিক্ত জেলা শাসক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুরসভা গুলিতে নিয়মিত পর্যবেক্ষণ করবেন।পুরসভায় বরাদ্দ করা অর্থ ঠিক মত ব্যবহার হচ্ছে কিনা, নির্দিষ্ট প্রকল্পে বরাদ্দ টাকা সেই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে কিনা, সঠিক সময় জেনারেল ও পারফরম্যান্স অডিট হচ্ছে কিনা- মূলত এই বিষয়েই নজরদারী চালানো হবে। অডিটে অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে কিনা সেটাও দেখবে দায়িত্বপ্রাপ্ত কর্তারা।

রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থে গ্রামীণ উন্নয়নে বিভিন্ন প্রকল্পে অর্থ খরচ নিয়ে কেন্দ্রের কাছে একাধিক অভিযোগের মুখে পড়তে হয়েছে রাজ্য কে।তিনি আরো বলেন,পূর্বের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার এমন উদ্যোগ নিচ্ছেন। আর্থিক অনিয়ম অভিযোগ তুলে প্রায় আট মাস আবাস যোজনা এবং সড়ক যোজনা টাকা আটকে রেখেছিল কেন্দ্র। এখনো আটকে আছে ১০০ দিনের টাকা। তাই পুরসভা গুলির ক্ষেত্রে এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো দপ্তরের থেকে আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পুরো ও নগর উন্নয়ন দপ্তরের পুরসভার চেয়ারম্যান গুলোর যে নির্দেশ পাঠানো হয় এবার থেকে জেলাশাসকদের ও পাঠানো হবে। এখন থেকে পুরসভা গুলির সঙ্গে আগের থেকে অনেক বেশি যোগাযোগ রাখবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!