নন্দনে জায়গা পেল না ‘প্রজাপতি’, বিতর্কের ঝড় সিনেমা মহলে

0 0
Read Time:4 Minute, 6 Second

নিউজ ডেস্ক: মিঠুন, মমতাশঙ্কর ও দেব অভিনীত ‘প্রজাপতি’কে নন্দন প্রেক্ষাগৃহে জায়গা দেওয়া হয় নি। তা নিয়ে বিতর্ক শেষ হচ্ছে না। বিজেপি উঠেপড়ে লেগেছে। এবার মাঠে নামলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সম্প্রতি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেব,মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা প্রজাপতি। যদিও বিভিন্ন হলে এই সিনেমা মুক্তি পেলেও নন্দনে স্থান হয়নি এই সিনেমার। এই নিয়ে বেশ কিছুটা জলঘোলাও হয়। অনেকেই দাবি করে এই সিনেমায় মিঠুন চক্রবর্তী অভিনয় করায় রাজ্য সরকারের নির্দেশেই নন্দনে স্থান পায়নি প্রজাপতি।

এই নিয়ে ২৪ তারিখ তৃণমূলের সাংসদ অভিনেতা দেব একটি ট্যুইট করে লেখেন,
‘এইবার তোমায় মিস করব নন্দন। কোন বিষয় নয়। আবার দেখা হবে। গল্প শেষ’। এবার সেই ট্যুইটের ছবি হাতিয়ার করেই মাঠে নেমে পড়েছে বামেরা। বাম নেতা শতরুপ ঘোষ এই ট্যুইটের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘অ্যাক্টর ভাবে আমি ‘দেব’, প্রোডিউসার ভাবে আমি, ডিস্ট্রিবিউটর ভাবে আমি ‘দেব’, হাসেন ‘পিসিমনি’। তবে অভিনেতা দেব খুব স্পষ্ট করেই বলেছেন যে নন্দনে প্রজাপতি জায়গা না পাওয়ার জন্য তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন,নন্দনে পাইনি ঠিকই তবে বাকি সব হলে হাউজফুল। এটাই পাওনা। আর আমি এমন কোনও কাজ করব না যাতে আমার দল অসম্মানিত হবে। আর কে কী বলছেন, সেটা তাঁর দায়িত্ব। আমি শুধু আমার ট্যুইটের দায়িত্ব নেব। আমি কোনওদিন সাংসদ হয়ে কোনও ক্ষমতার ব্যবহার করিনি, এবারও করব না। মিঠুনদার সঙ্গে কথা হয়েছে, তবে এটা নিয়ে নয়। উনি বললেন হাউজফুল হচ্ছে তো ? মা লক্ষ্মী ঘরে আসছে তো!”

এই বিতর্ক হয়তো হতো না যদি নন্দন কর্তৃপক্ষ ঠিক পথে থাকতেন। কারণ প্রথমে তারা কথা দেয় যে নন্দনে ‘প্রজাপতি’ দেখানো হবে। কিন্তু পরে কোনো অজ্ঞাত আঙ্গুলি হেলনে তা বাতিল হয়। আগেও বেশ কিছু সিনেমা নন্দনে মুক্তি না পাওয়ায় হৈচৈ হয় নেটপাড়ায়। এরমধ্যে অন্যতম ছিল পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’। অনীক দত্ত বামপন্থি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অনেকেই বলেছিলেন এই কারণেই নন্দন ১-এ মুক্তি পায়নি অপরাজিত। যদিও এই সিনেমায় একটি মুখ্য চরিত্রে অভিনয় করে শাসকদলের যুবনেত্রী এবং অভিনেতা সায়নি ঘোষ। অপরাজিত নন্দনে স্থান না পাওয়া নিয়ে ‘আমরা-ওরা’ অভিযোগ উঠেছিল। বড়দিন উপলক্ষ্যে শুক্রবারই মুক্তি পেয়েছে তিনটি বাংলা সিনেমা। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি ২’, অভিজিৎ সেনের ছবি ‘প্রজাপতি’ ও সন্দীপ রায়ের ছবি ‘হত্যাপুরী’। তিনটি তিন ধরনের ছবি। এবং সেই প্রতিটি ছবি দেখতেই উৎসাহিত দর্শক। তবে হামি২ ও হত্যাপুরী নন্দনে জায়গা পেলেও শো পায়নি দেবের প্রযোজিত ছবি প্রজাপতি।ফলে বিতর্ক তো হবেই।নন্দন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!