করোনা ভাইরাসের কোনও ভ্যারিয়েন্ট নেই দেশে!

0 0
Read Time:3 Minute, 38 Second

নিউজ ডেস্কঃ আর কোনও করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট নেই দেশে। ফলে ভয়ও নেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার। আগামী সপ্তাহের করোনা সংক্রমণ বাড়ার কোনও সম্ভাবনাও নেই বলে জানিয়ে দিল সরকারি কোভিড প্যানেল। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, আর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

তবে ভারত করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সমম্ত বিধি নিষেধ তুলে নিচ্ছে না। তারা এখনও ইউরোপ, উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়ার দেশগুলির উপর কড়া নজর রাখছে। ভারতে করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা খুবই কম। তা সংক্রমণ ছড়ানোর মতো ক্ষমতায় নেই। তবে কোভিড ওয়ার্কিং গ্রুপ নজরদারি চালিয়ে যাচ্ছে।

ভারত বিমানবন্দরে স্ক্রিনিং বাড়িয়েছে। সর্বশেষ নজরদারিতে কোনও নতুন বৈকল্পিক শনাক্ত করা যায়নি। কে্ন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের দেশে করোনা ভাইরাস আর তীব্রভাবে ছড়িয়ে পড়ছে না। আমরা আমাদের জিনোমিক নজরদারি বাড়িয়ে দিয়েছি। আমরা নতুন কোনও রূপ দেখতে পাচ্ছি না। ফলে করোনার ভীতি কিছু নেই।

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, সসম্তরকম পরীক্ষা করেই দেখা হয়েছে। কোনও নতুন রূপ কোথাও মেলেনি। ফলে অন্তত এক সপ্তাহ করোনা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের যে নমুনা দেখা গিয়েছিল, তার প্রভাবও কমেছে। শক্তি নেই সংক্রমিত করার। তবে ভিন দেশে তা এখনও থাকতে পারে। সে জন্যই সতর্ক থাকতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রতেরক তথ্য অনুসারে ভারত মঙ্গলবার ১২১টি নতুন করোনা ভাইরাস সংক্রমণ করেছে। সক্রিয় মামলার সংখ্যা ২৩১৯-এ নেমে এসেছে। করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪.৪৬ কোটি। দিল্লিতে একজনের মৃ্ত্যু হয়েছে। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭২২। করোনা থেকে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা ৪ কোটি ৪১ লক্ষ ৪৭ হাজার ১৭৪।

সম্প্রতি চিন-সহ ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছিল। এমনকী পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছিল। করোনা ভাইরাসের চথুর্ত ডেউ আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল ফের। তবে আপাতত সেই আতঙ্কের পরিস্থিতি নেই এ দেশে। ভারত করোনা থেকে আপাতত সুরক্ষিত রয়েছে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের কোভিড প্যানেল। ফলে এখন নির্ভয় থাকতে পারবেন দেশবাসী। তবে সতর্ক থাকতে হবে সবাইকে। কেন্দ্র সরকারও সতর্ক। সবরকম সতর্কতামূলক ব্যবস্থা তারা বলবৎ রাখছে দেশকে নিরাপদে রাখতে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!