‘ভারত জোড়ো’ কর্মসূচিতে অধীরের আমন্ত্রণ মহম্মদ সেলিমকে

0 0
Read Time:3 Minute, 13 Second

নিউজ ডেস্ক::রাহুল গান্ধী কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে শুরু করেছিলেন ‘ভারত জোড়ো’ কর্মসূচি। তারই অংশ হিসাবে বাংলায় অধীর চৌধুরী পদযাত্রা করছেন। সাফল্য পাচ্ছেন যথেষ্ট। সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারি। যদিও রাহুলের পদযাত্রা শেষ হবে ৩০ জানুয়ারি। সেই আঙ্গিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে সাগর থেকে পাহাড় পদযাত্রায় সিপিএম রাজ্য সম্পাদককে আমন্ত্রণ জানালেন। আগেই সিপিএমকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সমস্ত মানুষকেই আহ্বান জানানো হয়েছিল। কিন্তু জাতীয় স্তরে তৃণমূলকেও আমন্ত্রণ জানানো হলেও রাজ্যস্তরে তৃণমূলকে আমন্ত্রণ জানাননি অধীর চৌধুরী। ইতিমধ্যে অধীরের পদযাত্রায় শামিল হয়েছিলেন বাদশা মৈত্র, শ্রীলেখা মিত্র-সহ বাম মনোভাবাপন্ন শিল্পীরাও।

কংগ্রেস বিজেপি বিরোধী সব দলকেই এই পদযাত্রায় আমন্ত্রণ জানিয়েছেন। এবার পাহাড়ে অধীরের পদযাত্রার সমাপ্তি পর্বে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে আমন্ত্রণ জানাল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সিপিএম রাজ্য সম্পাদককে। আমন্ত্রণ জানানো হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লক সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুফ বাম নেতা-নেত্রীদের। সবাইকেই আলাদা করে চিঠি দেওয়া হয়েছে। সিপিএম রাজ্য একেবারে শেষ পর্বে কার্শিয়াংয়ে পদযাত্রায় একসঙ্গে পা মেলানোর বার্তা দিয়েছেন অধীর। ওদিকে মল্লিকার্জুন খাড়গে ২৪টি দলকে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছেন শেষদিনে ভারতত জোড়ো যাত্রায় শেষ দিন উপস্থিত থাকার জন্য। তিনি লেখেন, রাহুলের ভারত জোড়ো যাত্রা আসলে সম্প্রীতি ও সমতার বার্তা। সেই বার্তাকে শক্তিশালী করতে ৩০ জানুয়ারি শ্রীনগরে ভারত জোড়ো যাত্রার সমাপ্তি কর্মসূচি হতে চলেছে। ভারত জোড়ো যাত্রার সেই সমাপন অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কাম্য।

সব মিলিয়ে ‘ভারত জোড়ো’ পদযাত্রা সম্পূর্ণ সফল। তবে নির্বাচনে এর প্রতিফলন ঘটবে কিনা বলা যায় না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!