আজাদ হিন্দ ফৌজের ইতিহাস

0 0
Read Time:1 Minute, 59 Second

নিউজ ডেস্ক : দ্য ‘ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ‘ (আই এন এ) গঠিত হয়েছিল ১৯৪২ সালে । ভারতীয় স্বাধীনতা সংগ্রামী মোহন সিং দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানিদের সহযোগিতায় এটি গঠন করেছিলেন । জাপান – আমেরিকার যুদ্ধের পর ফুজিওয়ারা ইওয়াইচি হাজার হাজার আত্মসমর্পণকারী সৈন্যকে মোহন সিং এর কাছে পাঠান । মোহন সিং তাদের নিয়েই প্রাথমিক ভাবে গঠন করেন আই এন এ।

সুভাষ চন্দ্র বসু ১৯৪৩ সালের ২১ সে অক্টোবর এই সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করেন ও সেনাবাহিনীর নাম দেন ‘ হুকুমত – ই আজাদ হিন্দ ফৌজ ‘ । এই ‘ আজাদ হিন্দ ফৌজ ‘ বা ‘ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ‘ এর বেশিরভাগই গঠিত হয়েছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী নিয়ে ।

এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসন থেকে ভারত কে মুক্ত করা । ১৯৪৪ সালে ‘ আজাদ হিন্দ ফৌজ ‘ ইম্ফল এবং কোহিমায় ব্রিটিশ ও কমনওয়েলথ বাহিনীর বিরুদ্ধে ইম্পেরিয়াল জাপানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল ।

‘ আজাদ হিন্দ ফৌজের ‘ উদ্দেশ্যে দেওয়া নেতাজির একটি বিখ্যাত স্লোগান হলো – ‘ তোমরা আমাকে রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব ‘ । প্রতিবছর ২১ শে অক্টোবর ‘ আজাদ হিন্দ সরকার ‘ গঠনের বার্ষিকী হিসাবে পালন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!