নগরায়নের প্রভাব বাস্তুতন্ত্রে

0 0
Read Time:3 Minute, 22 Second

নিউজ ডেস্ক:  আধুনিকতার সাথে তাল মিলিয়ে উন্নত হচ্ছে এ সমাজ। গ্রাম্য ভাবধারা থেকে বেরিয়ে এসে  শহুরে জীবনযাপনের পথে এগোচ্ছে  বর্তমান মানব সভ্যতা।  মফৎস্বল ও গ্রাম অঞ্চলের মানুষ জীবন ও জীবিকার তাগিদে ছুটে আসছে শহরে। শিক্ষা, স্বাস্থ্য সহ উন্নত মানের পরিষেবার তাগিদে শহরাঞ্চলে ক্রমশ বাড়ছে জনসংখ্যা। বাড়ছে নগরায়ন। বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। গগনচুন্নি অট্টালিকার চাদরে ঢাকছে গোটা শহর। উন্নতশীল দেশ গড়ে তুলতে ও সভ্যতার অগ্রগতিতে প্রয়োজনীয় হয়ে উঠছে এই নগরায়ন। তবে তার যেমন ভালো দিকও আছে তেমনই আরবানাইজেশন এর কুপ্রভাব পড়ছে মানব সভ্যতার উপর। আগে গ্রামবাংলায় গরুর গাড়ি টানা রিক্সার ব্যবহার ছিল ফলে পরিবেশের সাথে মানুষের ভারসাম্য বজায় ছিল।  বর্তমান সময়ে দাঁড়িয়ে বেড়েছে পেট্রোল ডিজেল চালিত যানবাহনের সংখ্যা। সরাসরি প্রভাব পড়ছে পরিবেশের উপর। নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কি বলছেন বিশেষজ্ঞরা? তাদের মতে, নগরায়নের ফলে একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে গ্রামাঞ্চল গুলি। তার পাশাপাশি এই একই ভাবেই নগরায়নের কুপ্রভাব পড়ছে শহর গুলিতে। ক্রমশ বাড়ছে জনসংখ্যা কিন্তু প্রসারিত হতে পারছে না বড় বড় শহর গুলি। ক্রমশ কমছে ভৌম জলের পরিমাণ। শহরের জলাশয় বুঝিয়ে চলছে নির্মাণকার্য। কংক্রিটের চাদরে মুরছে শহরের ভূমিভাগ। আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে ব্যবহার বেড়েছে পেট্রোলিয়াম যত দ্রব্যের। পরিসংখ্যান বলছে গ্রীন হাউজ গ্যাস ব্যবহারের ফলে গত কয়েক বছরে ব্যাপক হারে দূষণ বেরেছে প্রতিটি মেট্রো শহরে। প্রাদুকভাব ঘটছে ফুসফুসের সংক্রমণ সহ একাধিক জটিল রোগের।বিশেষজ্ঞদের মতে ক্রমশ বিপদ্মুখী হচ্ছে শহরের বাস্তুতন্ত্র।

প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে অবিলম্বে  অচিরাচরিত শক্তির ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। অরণ্য ধ্বংস রোধ করে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে সুস্থ সমাজ গড়ে তোলার বার্তা দিচ্ছেন পরিবেশবিদরা।বিশ্ব উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে নগরায়নের ফলে বিপন্ন হচ্ছে বাস্তুতন্ত্র। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সমাজ উপহার দিতে সবুজায়নের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে পরিবেশবিদরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!