নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীতে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন রূপনারায়ানপুরে

0 0
Read Time:2 Minute, 10 Second

নিউজ ডেস্ক::সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাড়ির উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপনারায়নপুর ফাঁড়ির থেকে ডাবর মোড় পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীরা একত্রিত হয়ে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে একটি পথসভা আয়োজন করে।তাছাড়া পথ সভার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার প্রচেষ্টা চালায়।যেখানে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মজয়ন্তী দিনটিকে স্মরণ করে এবং তার কর্মকাণ্ডের থেকে উৎসাহ নিয়ে আমরা দিনের দিন এগিয়ে যেতে চাই।

সেই রকমই সাধারণ মানুষের গাড়ি চালানোকে নিয়ে সাবধানতা অবলম্বন করা দরকার।আজকের দিনে যে কথাগুলি আমরা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে জানাচ্ছি তা সাধারণ মানুষের ভালোর জন্য।একটু সচেতন হয়ে রাস্তাঘাটে চলাচল করলে ভারতবর্ষে দুর্ঘটনার পরিমাণ অনেকটাই কমে যাবে। দুর্ঘটনা হলে আমরা নিজেদের অনেক প্রিয়জনদের হারিয়ে ফেলি।তাই সকলকে অনুরোধ যে নিজেও সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখার চেষ্টা করুন।তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ মনোজিৎ ধারা,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,এ.এস.আই রঞ্জিত সরকার সহ পুলিশের আধিকারিকগণ ও কর্মীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!