২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের নজরকাড়া কেন্দ্র – অবসান ঘটে দীর্ঘ বাম-জামানার

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্ক : আড়াই দশকের বাম শাসনের অবসান। শুধু অবসান নয়, দুই-তৃতীয়াংশেরও বেশি আসন বিজেপির দখলে। কোন বিজেপি? ত্রিপুরা বিধানসভায় এর আগে কোনও দিন পা-ই রাখতে পারেননি যে বিজেপির কোনও প্রতিনিধি। কিন্তু কেন এই অঘটন? এই প্রশ্নের উত্তর যাইহোক, কয়েকটি নজরকাড়া কেন্দ্র ঠিক করে দিলো শাসক দল হিসেবে কাদের পছন্দ করছে ত্রিপুরা। উল্লেখযোগ্য ১০টি কেন্দ্র –

  • টাউন বড়দোয়ালি কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আশিস কুমার সাহা।

  • রাজ্যের কৃষি ও আদিবাসী কল্যাণ মন্ত্রী তথা বামফ্রন্ট প্রার্থী অঘোর দেববর্মা হেরে গিয়েছেন আশারাম বাড়ি কেন্দ্রে।
  • বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন রাজ্য বিজেপি-র সভাপতি বিপ্লব দেব। তিনিই প্রথমে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
  • ঋষ্য মুখ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বামফ্রন্ট প্রার্থী তথা রাজ্যের বিদায়ী স্বাস্থ্য, পরিবার কল্যাণ, রাজস্ব ও পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী।
  • কৈলাশহরে ইন্দ্রপতন ঘটেছে। প্রদেশ কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা বীরজিৎ সিংহ হেরে গিয়েছেন সেখানে।

  • টাকারজলা বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি-র জোটসঙ্গী আইপিএফটি-র প্রার্থী নরেন্দ্রচন্দ্র দেববর্মা। হেরেছেন বামফ্রন্ট প্রার্থী রমেন্দ্র দেববর্মা।
  • ধনপুর বিধানসভা কেন্দ্রে বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার জিতেছেন।
  • আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুদীপ রায়বর্মণ জিতেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন বামফ্রন্ট প্রার্থী কৃষ্ণা মজুমদার।

  • মোহনপুর কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথ। দ্বিতীয় স্থানে কংগ্রেসের দিলীপকুমার ঘোষ।
  • মজলিসপুর বিধানসভা কেন্দ্রে হেরে গিয়েছেন রাজ্যের বিদায়ী বিদ্যুৎ মন্ত্রী তথা সিপিএম প্রার্থী মানিক দে। জিতেছেন বিজেপি প্রার্থী সুশান্ত চৌধুরী।

এইসব মিলিয়েই পতন ঘটে বাম জামানার

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!