ICC T20 Women’s World Cup 2023: মহিলা T20 বিশ্বকাপ 2023 – এর ইতিহাস

0 0
Read Time:1 Minute, 49 Second

নিউজ ডেস্কঃ আইসিসি পরিচালিত মহিলা T20 বিশ্বকাপ ক্রিকেট প্রথম শুরু হয় ইংল্যান্ডের মাঠে ২০০৯ সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।প্রথমবার স্বাগতিক ইংল্যান্ড মহিলা দল প্রতিযোগিতার শিরোপা জয় করে। শুরুতে আইসিসি মহিলা টুয়েন্টি T20 র‌্যাঙ্কিং প্রথায় অবস্থানকারী শীর্ষ ছয়টি দল ও বাছাইপর্ব থেকে বাকী ২ দল খেলত।

পরবর্তীকালে ২০১৪ সালের প্রতিযোগিতায় ১০টি দল অংশগ্রহণ করে। বর্তমান শিরোপাধারী দল হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

এই বিশ্বকাপের বিজয়ীর তালিকা –

● ২০০৯ – বিজয়ী ইংল্যান্ড, রানার্স – নিউজিল্যান্ড (আয়োজক দেশ – ইংল্যান্ড)

● ২০১০ – বিজয়ী অস্ট্রিলিয়া, রানার্স নিউজিল্যান্ড (আয়োজক দেশ – ওয়েস্ট ইন্ডিজ)

● ২০১২ – বিজয়ী অস্ট্রিলিয়া, রানার্স ইংল্যান্ড (আয়োজক দেশ – শ্রীলঙ্কা)

● ২০১৪ – বিজয়ী অস্ট্রিলিয়া, রানার্স – ইংল্যান্ড (আয়োজক দেশ – বাংলাদেশ)

● ২০১৬ – বিজয়ী-ওয়েস্ট ইন্ডিজ, রানার্স – অস্ট্রেলিয়া (আয়োজক দেশ – ভারত)

● ২০১৮ – বিজয়ী অস্ট্রিলিয়া,রানার্স – ইংল্যান্ড (আয়োজক দেশ – ওয়েস্ট ইন্ডিজ)

● ২০২০ – বিজয়ী অস্ট্রিলিয়া, রানার্স – ভারত (আয়োজক দেশ – অস্ট্রিলিয়া)

● ২০২৩ – আয়োজক দেশ – (দক্ষিণ আফ্রিকা)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!