ICC T20 Women’s World Cup 2023: মহিলা T20 বিশ্বকাপ 2023 – দলে বাংলার রিচা।

0 0
Read Time:3 Minute, 0 Second

নিউজ ডেস্কঃ আসন্ন T20 বিশ্বকাপে ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে দলে ফিরেছেন অভিজ্ঞ জোরে বোলার শিখা পান্ডে। দীর্ঘ ১৪ মাস পর ফিরছেন শিখা। শেষবার ভারতের জার্সিতে ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের অক্টোবরে। বরাবরের মতো দলের নেতৃত্বে হরমনপ্রীত কউর।

বিশ্বকাপ যুদ্ধে ঝাঁপানোর আগে দক্ষিণ আফ্রিকায় ক্রিদেশীয় সিরিজ খেলেছে হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। কেমন হল টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড?

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন দুয়েক পর অভিযান শুরু করবে ভারতীয় দল। ১২ ফেব্রুয়ারি হরমনপ্রীতদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল ভারত। মেয়েদেরও বিশ্বকাপের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করতে হবে।

পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু পর ১৫ ফেব্রুয়ারি ভারতীয় দলের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি চতুর্থ ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টে গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত। ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে।

সিরিজের প্রথম ম্যাচে ইস্ট লন্ডনের বাফেলো পার্কে আয়োজক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন বাংলার ক্রিকেটার রিচা ঘোষ। অলরাউন্ডার স্নেহ রানা জায়গা পাননি। রিচা ব্যক্তিগত স্বাক্ষাতে বলেছে,এ বছর ভারত অনেক পরিণত দল। দলীয় ঐক্য অত্যন্ত সবল। তাই ধারে ও ভারে এবছ ভারতীয় মহিলা T20 বিশ্বকাপ টিম যথেষ্ট মর্যাদা আদায় করে নেবে পৃথিবীর কাছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!